নেপালে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, টেক অফের সময় বিমান ভেঙে হত ১৮

২০১০ সাল থেকে একের পর এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় সংবাদ শিরোনামের প্রথম সারিতে নেপাল। এর আগে ২০২৩ সালের জানুয়ারি মাসে ইয়েতি এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৭২ জন। পড়ুন বিস্তারিত...

নেপালে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, টেক অফের সময় বিমান ভেঙে হত ১৮
নেপালে বিমান দুর্ঘটনা (ছবি সৌজন্যে- এক্স হ্যান্ডেল)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের ভয়াবহ প্লেন দুর্ঘটনা ভারতের প্রতিবেশী রাজ্য নেপালে। সাতসকালে টেক অফের সময় আগুন ধরে যায় 'Saurya Airlines plane, 9N-AME (CRJ 200)' এর একটি বিমানে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয় বিমানের চালক। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় বিমানের সব যাত্রীই মৃত বলে প্রাথমিক তদন্তে অনুমান। পাইলট সহ বিমানে মোট ১৯ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ১৮ জনই মৃত বলে অনুমান করা হচ্ছে। 

সূত্রের খবর, বুধবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময় ভেঙে পড়ে বিমানটি। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় পোখরাগামী ঐ বিমানটিতে। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বিমানে থাকা ১৯ জনের মধ্যে ১৮ জন যাত্রীর। আশঙ্কাজনক অবস্থায় কাঠমান্ডুর সিনামঙ্গল হাসপাতালে চিকিৎসাধীন বছর ৩৭ এর পাইলট মণিষ সাখ্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিমানটি মূলত এয়ারলাইনের প্রযুক্তিগত কর্মীরা ছিলেন। রক্ষণাবেক্ষণের জন্য বিমানটিকে পোখরা আঞ্চলিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেই সময়ই ঘটে বিপত্তি। 

আরও পড়ুন: https://tribetv.in/Suvendu-Adhikari-alleges-TMC-MLA-Tapan-Chatterjee-heckled-him-in-West-Bengal-Assembly

নেপালে বিমান দুর্ঘটনা এই প্রথম নয়। ২০১০ সাল থেকে একের পর এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় সংবাদ শিরোনামের প্রথম সারিতে নেপাল। এর আগে ২০২৩ সালের জানুয়ারি মাসে ইয়েতি এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৭২ জন। মৃতদের মধ্যে ৫ জন ভারতীয়ও ছিলেন। সেই বছর ১৫ জানুয়ারি নেপালের সেতি নদীর ধারে ভেঙে পড়ে এয়ার ক্রাফটি। আর তাতেই ঘটনাস্থলে মারা যান একসঙ্গে ৭২ জন। তবে বুধবার নেপালের বিমান দুর্ঘটনা ফের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে পাইলটের প্রশিক্ষণগত যোগ্যতা। এবং বিমানের হালহকিত। আবহাওয়া খারাপ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

https://x.com/ANI/status/1816007298856202350