আবহাওয়া খারাপে বাতিল সফর, নীতি আয়োগের বৈঠকে যোগ অনিশ্চিত মুখ্যমন্ত্রীর

এর আগেও বহুবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে না গিয়ে অমিত মিত্রকে পাঠিয়েছেন। তাঁর বরাবরের অভিযোগ, নীতি আয়োগে রাজ্যের কথা শোনা হয় না। আরও পড়ুন...

আবহাওয়া খারাপে বাতিল সফর,  নীতি আয়োগের বৈঠকে যোগ অনিশ্চিত মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবহাওয়া খারাপের জন্য শেষ মুহুর্তে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। আজ মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন না। সম্ভবত শুক্রবার যেতে পারেন। আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনদিনের দিল্লি সফরে যাওয়ার কথা ছিল। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। 

এদিকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। আগামী ২৭ জুলাই দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। তাতে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সব রাজ্যের মুখ্যমন্ত্রীর তাতে অংশ নেওয়ার কথা। যাওয়ার কথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তার আগে দলের সাংসদদের সঙ্গে বৈঠকেরও কর্মসূচি ছিল শুক্রবার। দিল্লিতে একটি মিট দ্য প্রেস কর্মসূচিও ছিল তাঁর। কিন্তু মুখ্যমন্ত্রী শেষ মুহূর্তে সফর পিছিয়ে দিলেন। বৃহস্পতিবার দিল্লি গেলেন না তিনি। তবে তিনি শুক্রবার যাবেন কিনা, সেটাও নিশ্চিত নয়।

আরও পড়ুন: https://tribetv.in/People-enjoying-alipurduar-new-mango-flavor-tea-know-the-full-details-here

এর আগেও বহুবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি নিজে না গিয়ে অমিত মিত্রকে পাঠিয়েছেন। তাঁর বরাবরের অভিযোগ, নীতি আয়োগে রাজ্যের কথা শোনা হয় না। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। কেন্দ্রের কাছে রাজ্যের বহু টাকা বকেয়া। একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাছাড়া আগের চেয়ে অনেক দুর্বল নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার। মমতা নিজে নীতি আয়োগের বৈঠকে গিয়ে এই দুর্বল মোদি সরকারের উপর চাপ সৃষ্টি করলে রাজ্যের বকেয়া সমস্যার খানিকটা সুরাহাও হতে পারে। তবে বৃহস্পতিবার সফর বাতিল হওয়ায় এখন প্রশ্ন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে আদেও যোগ দেবেন কি না?