খুনের ৪৮ ঘণ্টা পার হলেও মেলেনি মডেলের দেহ

গুরুগ্রামের মডেলের মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য

খুনের ৪৮ ঘণ্টা পার হলেও মেলেনি মডেলের দেহ

খুনের পর কেটে গেল ৪৮ ঘণ্টা। কিন্তু এখনও মডেল দিব্যা পাহুজার দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। আর এই নিয়েই রহস্য আরও বেড়েই চলেছে। মডেলের দেহ উদ্ধার পুলিশের কাছে এখন বড় চ্যালেঞ্জ। শুধু দিব্যার দেহই নয়, হদিস মিলছে না তাঁর মোবাইলও। খুনের পর যে গাড়ি করে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িরও কোনও হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ।

প্রাথমিক ভাবে পুলিশ অনুমান করছে, অভিযুক্তরা দিব্যার দেহ পঞ্জাবে ফেলে দিয়ে এসেছে। আশঙ্কা করা হচ্ছে, ঘর্ঘরা নদীতে দিব্যার দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে। যে রাস্তা দিয়ে গাড়ি করে দিব্যার দেহ নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ সেই সব রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। গত মঙ্গলবার রাতে গুরুগ্রামের একটি হোটেলে খুন হন মডেল দিব্যা। তার পর তাঁর দেহ লোপাট করার অভিযোগ উঠেছে হোটেল মালিক অভিজিৎ সিংহ-সহ তার কয়েক জন সঙ্গীকে।

পুলিশ সূত্রে খবর, জেরায় অভিজিৎ তাদের কাছে দাবি করেছেন, দিব্যার মোবাইলে তার অনেক অশ্লীল ছবি ছিল। সেই ছবি দেখিয়ে বার বার ব্ল্যাকমেল করতেন দিব্যা। তার কাছে মোবাইলের পাসওয়ার্ডও চেয়েছিলেন অভিজিৎ। কিন্তু সেই পাসওয়ার্ড না দেওয়ায় দিব্যাকে গুলি করে খুন করতে বাধ্য হয়েছেন। কিন্তু অভিজিতের এই দাবিতে কতটা সত্যতা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তদন্তকারীদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দিব্যার দেহ খুঁজে বার করা। অভিজিৎ পুলিশের কাছে আরও দাবি করেছেন, দিব্যার দেহ লোপাট করার জন্য দুই সঙ্গীকে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু কোথায় সেই দেহ লোপাট করা হয়েছে, সেই তথ্য এখনও বার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় অভিজিৎ ছাড়াও তার হোটেলের দুই কর্মী ওম প্রকাশ এবং হেমরাজকেও গ্রেফতার করা হয়েছে। মডেল দিব্যা পাহুজারের দেহ কথায় নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছে ? কেনই বা দিব্যাকে খুন হতে হল ? এই নিয়ে ধোঁয়াশা ক্রমশ বেড়েই চলেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দিব্যা পাহুজারের দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ।