ভূস্বর্গে জঙ্গি হামলার ছাপ পড়েনি পর্যটন ব্যবসায়

ভূস্বর্গে দুষ্কৃতীদের দাপটে কিছুটা হলেও কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের। বারে বারে জঙ্গি হামলায় ভিত সন্ত্রস্ত জম্মু-কাশ্মীর। জঙ্গি গোষ্ঠীদের এবার লক্ষ্য পর্যটক এবং পুণ্যার্থীরা। জানুন আরও ...

ভূস্বর্গে জঙ্গি হামলার ছাপ পড়েনি পর্যটন ব্যবসায়
ভূস্বর্গ কাশ্মীর (ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জঙ্গি হামলা চলছে জম্মু-কাশ্মীরে। জঙ্গি গোষ্ঠীদের এবার লক্ষ্য পর্যটক এবং পুণ্যার্থীরা। সামনেই উৎসবের মরশুম। শীতকাল আসন্ন। তার আগে ভূস্বর্গে দুষ্কৃতীদের দাপটে কিছুটা হলেও কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের। বারে বারে জঙ্গি হামলায় ভিত সন্ত্রস্ত জম্মু-কাশ্মীর। জঙ্গি গোষ্ঠীদের এবার লক্ষ্য পর্যটক এবং পুণ্যার্থীরা। কতটা চাপে পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীরা, উইন্ডো স্পেশাল ট্রাভেল এজেন্সির আশীষ দাশগুপ্ত জানিয়েছেন জঙ্গি হামলার ফলে এখনও খুব একটা অসুবিধের মুখে পড়তে হয়নি তাদের। রম রমিয়ে চলছে ব্যবসা।  আতঙ্কে নেই পর্যটকরা। পুজোর বুকিং শুরু করে ফেলেছেন অনেকে। 

অন্যদিকে ডলফিনগ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির ঋদ্ধি রায়ের মতে, " জম্মু-কাশ্মীরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি"। তিনি আরও বলেন যে " হোটেল বুকিং হচ্ছে এবং জম্মু কাশ্মীরে যাওয়ার উৎসাহ পর্যটকদের মধ্যে একই রয়েছে। আমরা হোটেল দিতে হিমশিম খাচ্ছি। ব্যবসায় খুব একটা আঘাত আনেনি জঙ্গি হামলা।" পর্যটক বনানী দাস জানিয়েছেন, " আমি গতবার জম্মু-কাশ্মীর ঘুরে এসেছি নিশ্চিন্তে কিন্তু এবার যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত কষ্টের। ভারত সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিত জঙ্গিদের বিরুদ্ধে।"

আরও পড়ুন: https://tribetv.in/ED-confiscates-more-properties-linked-to-Partha-Chatterjee

 ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছরে রেকর্ড পরিমাণ পর্যটক পেয়েছিল ভূস্বর্গ। চলতি বছরে দেড় কোটির বেশি মানুষ বেড়াতে গিয়েছেন জম্মু-কাশ্মীরে। ফলে পর্যটন ব্যবসা থেকে বিপুল আয় করেছে এই কেন্দ্র শাসিত অঞ্চল। পাশাপাশি, নতুন করে প্রচুর কর্মসংস্থান হয়েছে বলেও দাবি করেছে কেন্দ্র। অক্টোবরে উৎসবের মরশুম শেষে নভেম্বর থেকে ফের উপত্যকায় পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী সেখানকার প্রশাসন।