Modi at Chief Justice Home: একই ফ্রেমে গণেশ বন্দনায় প্রধানমন্ত্রী-প্রধান বিচারপতি, ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড়

বুধবার সন্ধেয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের দিল্লির বাড়িতে গণেশ পুজোয় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন সস্ত্রীক বিচারপতি চন্দ্রচূড়।

Modi at Chief Justice Home: একই ফ্রেমে গণেশ বন্দনায় প্রধানমন্ত্রী-প্রধান বিচারপতি, ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড়
গণেশ পুজোয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গণেশ পুজোয় দেশের প্রধান বিচারপতির বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সস্ত্রীক প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে গণেশ আরতি করছেন মোদি। সমাজ মাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং শাসক প্রধান নরেন্দ্র মোদির সাংবিধানিক ক্ষমতার কথা মনে করিয়ে দিয়ে খোঁচা দিতে ভোলেননি বিরোধীরা। যদিও এই বিষয়ে সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

সূত্রের খবর, বুধবার সন্ধেয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের দিল্লির বাড়িতে গণেশ পুজোয় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন সস্ত্রীক বিচারপতি চন্দ্রচূড়। তারপর একসঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, তাঁর স্ত্রী কল্পনা দাস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সিদ্ধিদাতার আরতিও করতে দেখা যায়। যদিও এর পর বেশিক্ষণ প্রধান বিচারপতির বাড়িতে থাকেননি মোদি। সৌজন্য সাক্ষাৎ সেরে বেরিয়ে যান বলেই খবর।

আরও পড়ুন: https://tribetv.in/rg-kar-hospital-abandoned-bag-triggers-bomb-scare-at-rg-kar-hospital

যদিও গোটা বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছেন না শিবসেনা নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন, এই ধরনের সাক্ষাৎকার সন্দেহের জন্ম দেয়। তাঁর পরামর্শ, ভারতের প্রধান বিচারপতির উচিত শিবসেনা ইউবিটি এবং একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার মধ্যে দ্বন্দ্বের সঙ্গে যুক্ত একটি মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়া। এটা গণপতি উৎসব।'' 

আরও পড়ুন: https://tribetv.in/CS-again-sent-letter-to-junior-doctors

তিনি আরও বলেন, ''প্রধানমন্ত্রী এ পর্যন্ত কতজনের বাড়ি পরিদর্শন করেছেন? আমার কাছে তথ্য নেই। দিল্লিতে অনেক জায়গায় গণেশ উত্সব পালিত হয়, তবে প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির বাড়িতে গিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি একসঙ্গে আরতি করেন। ভগবান সম্পর্কে আমাদের জ্ঞান এমন যে, সংবিধানের রক্ষক যদি এইভাবে রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করেন, তাহলে বিচার ব্যবস্থা নিয়ে মানুষের সন্দেহ থেকে যায়।''