মিলেছে দমকলের অনুমতি, শীঘ্রই খুলতে চলেছে কলকাতার অন্যতম বিলাসবহুল মল

এরপর বেসমেন্ট থেকে চারতলা পর্যন্ত খোলা হয়েছে মল। অন্যদিকে ৬ তলা থেকে ২১ তলা পর্যন্ত যে ৯৯ টি অফিস রয়েছে তাও চালু করে দেওয়া হয়েছে। যদিও বন্ধ রাখা হয়েছিল মলের প্রধান অংশ। জানুন বিস্তারিত...

মিলেছে দমকলের অনুমতি, শীঘ্রই খুলতে চলেছে কলকাতার অন্যতম বিলাসবহুল মল
file image

অভ্রদ্বীপ দাস, কলকাতা: আর কিছুদিনের মধ্যে খুলতে চলেছে কলকাতার অন্যতম বিলাসবহুল মল। ২৫ জুন দমকল মলে বিদ্যুৎ সংযোগ চালু করার অনুমতি দিয়েছে। বেসমেন্ট থেকে চারতলা পর্যন্ত খোলা হয়েছে অ্যাক্রোপলিস মল। এবার শুধু সময়ের অপেক্ষা, শীঘ্রই জনসাধারণের জন্য খুলতে চলেছে অ্যাক্রোপলিস মল।

 ১৪ জুন অ্যাক্রোপলিস মলের ক্রসওয়ার্ড বুক স্টোরে আগুন লাগার ঘটনা ঘটে। তারপর কেটে গিয়েছে এক মাস। সাধারণের জন্য মল খোলার প্রস্তুতি শেষ করে ফেলেছে দক্ষিণ কলকাতার অন্যতম বিলাসবহুল এই মলের কর্তৃপক্ষ। ২৫ জুন দমকল মলে বিদ্যুৎ সংযোগ চালু করার অনুমতি দিয়েছে। এরপর বেসমেন্ট থেকে চারতলা পর্যন্ত খোলা হয়েছে মল। অন্যদিকে ৬ তলা থেকে ২১ তলা পর্যন্ত যে ৯৯ টি অফিস রয়েছে তাও চালু করে দেওয়া হয়েছে। যদিও বন্ধ রাখা হয়েছিল মলের প্রধান অংশ। 

আরও পড়ুন: https://tribetv.in/TMC-candidate-Krishna-Kalyani-Won-Raigang-assembly-By-election

অ্যাক্রোপোলিস মল বন্ধ থাকার ফলে স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১১০–এর বেশি বিভিন্ন দোকানের আউটলেট। ৪০০০ কর্মীর কর্মসংস্থানেও ব্যাপক প্রভাব পড়েছে। সামনেই দুর্গাপুজো। তাঁর আগে মল বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে মলের ব্যবসায়ীরাও।  

জানা গেছে, ৫ জুলাই অ্যাক্রোপলিস মল পরিদর্শন করে দমকল আধিকারিকরা। দমকল সূত্রে খবর, সমস্ত প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তার কাজ সম্পন্ন হয়েছে। এবার মল পুনরায় খোলার জন্য প্রস্তুত। দমকলের সবুজ সংকেতের অপেক্ষায় অ্যাক্রপলিস মল কর্তৃপক্ষ। কিছুদিনের মধ্যেই সেই সবুজ সংকেত এসে যাবে বলেই জানানো হয়েছে মলের তরফে।