BJP সাংসদদের সঙ্গে বৈঠকের আগেই দিল্লিতে শুভেন্দু, জল্পনা রাজনৈতিক মহলে

এদিন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ছাড়াও JP Nadda-র সঙ্গেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে অমিত শাহের।

BJP সাংসদদের সঙ্গে বৈঠকের আগেই দিল্লিতে শুভেন্দু, জল্পনা রাজনৈতিক মহলে

ট্রাইব টিভি ডিজিটাল: মঙ্গলবার সংসদে অধিবেশনের পর BJP সাংসদদের সঙ্গে সময় বের করে কথা বলবেন প্রধানমন্ত্রী Narendra Modi। তার আগেই সোমবার সকালে তড়িঘড়ি দিল্লি ছুটলেন বিরোধি দলনেতা Suvendu Adhikari। সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লি পৌঁছন BJP নেতা শুভেন্দু অধিকারী। 

জানা গিয়েছে, এদিন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ছাড়াও JP Nadda-র সঙ্গেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে অমিত শাহের। বঙ্গ বিজেপিতে শুভেন্দুর বিরুদ্ধে অতিসক্রিয়তা, দলকে না জানিয়ে একাধিক কর্মসূচি পালন-সহ নানা অভিযোগ রয়েছে। আরও চওড়া হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব।

সেসবের বিহিত করতেই পালটা কৌশল নিয়েছিলেন সুকান্ত মজুমদাররা (Sukanta Majumdar)। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে চেয়ে তাঁরা সময় চেয়েছিলেন। সেইমতো মঙ্গলবার, ২৮ মার্চ বাংলার সাংসদদের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন মোদি। এ রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিপোর্টও নিতে পারেন তিনি।

এদিকে দলের সাংসদের সঙ্গে আলোচনা চক্রের আগেই শুভেন্দুর এই দিল্লি সফর রীতিমতো তাৎপর্য পূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ওয়াকিবহাল মহলের একাংশের মত, সুকান্তরা তাঁর বিরুদ্ধে মোদির কাছে নালিশ করতে পারেন, এই আশঙ্কা থেকে শুভেন্দু নিজেই আগেভাগে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছুটেছেন।

রাজ্যে চলতে থাকা রাজনৈতিক ঘটনাবলি সম্পর্কে তাঁকে অবগত করে বাড়তি নম্বর আদায় করাই কি উদ্দেশ্য? যাতে সুকান্তদের নালিশের জেরে তাঁর প্রতি কোনও ইমেজ যেন টাল না খায়? অমিত শাহ, নাড্ডার সঙ্গে তাঁর এই আচমকা সাক্ষাতে এসব প্রশ্নই উঠছে। এখন দেখার জল কতদূর গড়ায়।