Durgapur News: BJP বিধায়কের মাথায় ছাতা ধরে কেন্দ্রীয় জওয়ান, গেরুয়া শিবিরকে চাঁচাছোলা আক্রমণ কুণালের

ভোটের প্রচারে দিনকয়েক আগে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন BJP বিধায়ক লক্ষণ ঘোড়ুই। সেই সময় বৃষ্টি হওয়ায় ওই বিধায়কের মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে ছিলেন এক জওয়ান...

Durgapur News: BJP বিধায়কের মাথায় ছাতা ধরে কেন্দ্রীয় জওয়ান,  গেরুয়া শিবিরকে চাঁচাছোলা আক্রমণ কুণালের
কুণাল ঘোষের এই টুইট ছবি পোস্ট ঘিরে বিতর্ক

ট্রাইব টিভি ডিজিটাল: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র বাকি ৫ দিন। তবু কিছুতেই থামছে না অশান্তি, বিতর্ক। উত্তর থেকে দক্ষিণ অব্যাহত হিংসার পারদ। চড়ছে রাজনৈতিক উত্তেজনা। এরই মধ্যে নতুন করে বিতর্কে জড়ালেন দুর্গাপুর পশ্চিমের  BJP বিধায়ক লক্ষণ ঘোড়ুই। ভোটের প্রচারে নির্বাচনী জনসভায় গিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে কোনও বক্তব্য ঘিরে তৈরি হয়নি বিতর্ক। যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের সূত্রপাত তা হল, রাজনৈতিক প্রচারে দুর্গাপুরের এক জনসভায় ওই বিধায়কের মাথায় ছাতা ধরে ছিলেন এক কেন্দ্রীয় জওয়ান। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তরজা, নিন্দার ঝড়। 

সূত্রের খবর, ভোটের প্রচারে দিনকয়েক আগে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন বিধায়ক লক্ষণ ঘোড়ুই। আর সেই সময় বৃষ্টি হওয়ায় ওই BJP বিধায়কের মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে ছিলেন এক জওয়ান। আর যা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ানকে দিয়ে বিধায়ক কীভাবে নিজের মাথায় ছাতা ধরালেন তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর। ঘটনার তীব্র নিন্দা করেছে দুর্গাপুর শহর তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ''জওয়ানদের সম্মান ও কুর্নিশ জানায়। বিজেপি বিধায়কের এই ঘটনা নক্কারজনক।'' 

উল্লেখ্য, দিন কয়েক আগেই কাঁকসায় একটি সভায় বৃষ্টির মধ্যে ভাষণ দিচ্ছিলেন তৃণমূলের শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়। তাঁর পিছনে ছাতা ধরে দাঁড়িয়ে ছিলেন রাজ্য পুলিশের পোশাক পরা এক পুলিশ কর্মী। সেদিনের সেই ছবি টুইট করে  নির্বাচনের আচরন বিধি ভঙ্গ করার অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ একটি ছবি টুইট করে পাল্টা টুইট করে কটাক্ষ ছুঁড়েছেন শুভেন্দু অধিকারীকে। সেই ছবিতে দেখা গিয়েছে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের পিছনে এক কেন্দ্রীয় জওয়ান ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আর সেই ছবি নিয়েই শুরু হয়েছে নতুন করে বিতর্ক। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি Tribe TV।