আটকে বিধায়ক তহবিলের কাজ, পোস্টার দিয়ে শাসক দলকে কাঠগড়ায় তুলল বিজেপি

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিজেপি বিধায়ক দীবাকর ঘরামির এলাকা উন্নয়ন তহবিল থেকে পাওয়া অর্থে উন্নয়নমূলক কোনও কাজ করা যাচ্ছে না।

আটকে বিধায়ক তহবিলের কাজ,  পোস্টার দিয়ে শাসক দলকে কাঠগড়ায় তুলল বিজেপি

ট্রাইব টিভি ডিজিটাল: শাসক দলের বিরোধীতায় আটকে বিধায়কের এলাকার উন্নয়ন তহবিলের কাজ। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ও স্থানীয় বিডিওকে কাঠগড়ায় তুলে বাঁকুড়ার সোনামুখী এলাকায় পোষ্টার দিল বিজেপি। সোমবার সকালে এই পোষ্টার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 
 

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিজেপি বিধায়ক দীবাকর ঘরামির এলাকা উন্নয়ন তহবিল থেকে পাওয়া অর্থে উন্নয়নমূলক কোনও কাজ করা যাচ্ছে না। নানা অছিলায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে সরকারী আধিকারিকরা পর্যন্ত 'বাধা' দিচ্ছেন। বিষয়টি জনসমক্ষে আনতেই তারা পোষ্টার দিয়েছেন বলে জানিয়েছেন। এবিষয়ে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান, বিধায়ক হিসেবে তিনি নির্বাচিত হওয়ার পর আটটি স্কুলে জলের সমস্যা, ধানসিমলা হাই স্কুলে শেড ও পাত্রসায়র হাসপাতালে পাঁচিল তৈরীর কাজ হয়। পরে আরও ৩০ লক্ষ টাকা পান। তবে বেশিরভাগ কাজই টাকার জন্য আটকে গিয়েছে।

পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও-র অসহযোগিতার কারণে বাকি কাজ সম্পন্ন হয়নি বলেই অভিযোগ। বিষয়টি তিনি জেলাশাসক, বিধানসভার অধ্যক্ষ ও বিধানসভা এলাকা উন্নয়ন তহবিল কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানিয়েছেন। 

এদিকে, বিজেপির এই দাবি মানতে নারাজ তৃণমূল। দলের নেতা ও সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় জানান, ভোটের আগে বিজেপি মিথ্যাচার করছে। ঐ দলের বিধায়ক থেকে সাংসদ কারও কাজ করার মানসিকতা নেই। মানুষ সব বোঝেন বলেও তিনি দাবি করেন।