আমন্ত্রণ পাননি রাহুল গান্ধী-কেজরিওয়াল, রামমন্দির উদ্বোধনে চাঁদের হাট অযোধ্যায়

বঙ্গ বিজেপি নেতাদের দেখা যাবে রাম মন্দির দর্শনের 'ট্রুর গাইডস' এর ভূমিকায়। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের প্রতিটা কেন্দ্র থেকে প্রায় ৬ হাজার দর্শনার্থীকে নিয়ে যেতে চলেছে বঙ্গ বিজেপি।

আমন্ত্রণ পাননি রাহুল গান্ধী-কেজরিওয়াল, রামমন্দির উদ্বোধনে চাঁদের হাট অযোধ্যায়
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: এক সপ্তাহও বাকি নেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের। নেতা-মন্ত্রী আমলা থেকে শুরু করে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বহু হাইপ্রোফাইল ব্যক্তিরাও। তবে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার হাত ধরেই হবে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা। এদিকে আমন্ত্রণিতদের তালিকায় থাকছে বলিউডের সঙ্গে দক্ষিণী চমকও।  

হাতে গোনা মাত্র চারদিনের অপেক্ষা। তার পরেই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রামমন্দিরের। তবে তার প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সাজ সাজ রব উঠেছে রাম জন্মভূমিতে। শিল্পপতি থেকে ক্রিকেট তারকা, দেশ-বিদেশের বহু খ্যাতনামী রয়েছেন নিমন্ত্রিত অতিথিদের তালিকায়। উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে হিন্দি ফিল্মজগতের বহু নামী তারকাকে। তালিকায় নাম রয়েছে অমিতাভ বচ্চন, অনুপম খের, অজয় দেবগন, সানি দেওল, অক্ষয় কুমার, রণবীর কপূর, আয়ুষ্মান খুরানা এবং টাইগার শ্রফের। মাধুরী দীক্ষিত, আলিয়া ভট্ট থেকে শুরু করে কঙ্গনা রানাউতেরও নাম রয়েছে আমন্ত্রিতদের তালিকায়।

একটা সময় মানুষের কাছে বিনোদন বলতে ছিল, দূরদর্শনে 'রামায়ণ' দেখা। আশির দশকে সবার হৃদয়ে জায়গায় করে নিয়েছিল এই ধারাবাহিক। রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল এবং সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অরুণ এবং দীপিকাকেও।

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে কার্যত এখন রাজসূয় যজ্ঞ চলছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় একাধিক রীতিনীতি আচার অনুষ্ঠান পালন করা হবে। কেবল সনাতনী নয়, রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত মুসলিম দেশগুলিকেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে সাধু সন্ত্ররাও। লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরের উদ্বোধন রাজনীতির অলিন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানে না যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েক জন বিজেপি বিরোধী নেতা। তাঁদের মধ্যে অন্যতম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাইশেই বঙ্গে সংহতি মিছিলের ডাক দিয়েছেন তিনি। তবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাননি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শরদ পওয়ার এবং আরজেডি নেতা লালু প্রসাদ জানিয়ে দিয়েছেন, ২২ জানুয়ারি তাঁরা যাচ্ছেন না অযোধ্যায়। শরদ বলেছেন, অনুষ্ঠান হয়ে যাওয়ার পরেই রামের দর্শন সহজতর হবে। এদিকে আমন্ত্রণ পাননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। 

এদিকে বঙ্গ বিজেপি নেতাদের দেখা যাবে রাম মন্দির দর্শনের 'ট্রুর গাইডস' এর ভূমিকায়। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের প্রতিটা কেন্দ্র থেকে প্রায় ৬ হাজার দর্শনার্থীকে নিয়ে যেতে চলেছে বঙ্গ বিজেপি। রাজ্যের প্রায় আড়াই লক্ষ মানুষকে রাম মন্দির দর্শনে তিন দিনের সফরে নিয়ে যাওয়ার ভাবনা তাদের। বঙ্গ বিজেপির এই বিশেষ ট্রেনের নাম 'আস্থা' এক্সপ্রেস। শুধু তাই-ই নয়, রামমন্দির উদ্বোধনের দিনে ছুটি ঘোষণা করেছে দেশের একাধিক রাজ্য। তালিকায় উত্তরপ্রদেশের পাশাপাশি রয়েছে আরও একাধিক রাজ্যের নাম। সব মিলিয়ে রাম জন্মভূমি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ঘিরে কার্যত উৎসবের আমেজে ভাসতে চলেছে গোটা দেশ।