বুধে উপনির্বাচন, মসনদ দখলের লড়াইয়ে সুপ্তি- কৃষ্ণ কল্যাণীরা

লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার দরুন রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা বিধানসভা কেন্দ্রও হয়ে পড়ে বিধায়কহীন। এই তিন কেন্দ্রেও বুধবার ভাগ্য পরীক্ষা প্রার্থীদের। জানুন বিস্তারিত...

বুধে উপনির্বাচন, মসনদ দখলের লড়াইয়ে সুপ্তি- কৃষ্ণ কল্যাণীরা
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাত পোহালেই রাজ্যের ফের নির্বাচন। লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের আসন্ন উপনির্বাচন। বুধবার রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। টানা দু'বছর বিধায়কহীন মানিকতলা বিধানসভা কেন্দ্রে অবশেষে ভোট। লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার দরুন রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা বিধানসভা কেন্দ্রও হয়ে পড়ে বিধায়কহীন। এই তিন কেন্দ্রেও বুধবার ভাগ্য পরীক্ষা প্রার্থীদের। 

একটু খুঁজলেই মাসখানেক আগে হয়ে যাওয়া লোকসভা ভোটের প্রচার এখনও চোখে পড়ে। দেওয়াল লিখন বা দু’-একটা ফ্লেক্স, ব্যানার রয়েছে প্রার্থীদের নামে। পেরিয়ে আসা সেই ভোট নিয়ে তরজা আর তার ফল এখনও তাজা। সে সবের মধ্যে রাজ্যে যে চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে, তার অন্যতম মানিকতলা। যদিও বরাবর মানিকতলা তৃণমূলের শক্ত ঘাঁটি। তবে এই কেন্দ্রে চব্বিশের লোকসভার ফলাফলে সন্তুষ্ট নয় তৃণমূল। ২০২১ সালে তৎকালীন বিধায়ক সাধন পাণ্ডে মারা যাওয়ার পর থেকে ভোট হয়নি এই কেন্দ্রে। এবার প্রয়াত সাধন পাণ্ডের জায়া সুপ্তি পাণ্ডেকেই প্রার্থী করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: https://tribetv.in/A-Spanish-woman-adopted-a-5-year-old-boy-rescued-from-the-station

বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস দলবদল করে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। তাই এক মাসের মধ্যে ফের এই উপনির্বাচন হচ্ছে উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা আসনে। যে বনগাঁ লোকসভা আসনের অন্তর্গত এই বিধানসভা আসন, তা গত দুই নির্বাচনেই বিজেপির দখলে। গত ২০২১ সালের বিধানসভা ভোটেও এই আসন জিতেছে তারাই। সে দিক থেকে উপনির্বাচনে বাগদা দখলে রাখাই লক্ষ্য বিজেপির। আর উপনির্বাচনের সুযোগে মতুয়া-অধ্যুষিত, তফসিলি সংরক্ষিত আসনটিতে জায়গা পেতে মরিয়া তৃণমূল।  

আরও পড়ুন: https://tribetv.in/Man-from-Bankura-selling-mango-in-Delhi-mango-festivals

বিধানসভা উপনির্বাচনেও রায়গঞ্জে ভরসা কৃষ্ণ কল্যাণীতেই। এলাকার বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী। লোকসভা ভোটে হারলেও উপনির্বাচনে ঘুরে দাঁড়াতে আশাবাদী তৃণমূল প্রার্থী। তবে তৃণমূলেরই প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপির প্রার্থী। আর প্রাক্তন বিজেপি বিধায়ক তৃণমূলের প্রার্থী। অন্যদিকে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। সব মিলিয়ে জমজমাট রায়গঞ্জের উপনির্বাচন। বুধবার কোন দিকে রায় দেবে রায়গঞ্জবাসী? তা বলবে সময় ও রায়গঞ্জের জনগণ।

আরও পড়ুন: https://tribetv.in/Allegation-of-fraud-of-34-lakh-rupees-with-female-naval-officer
 
মানিকতলা, রায়গঞ্জ, বাগদার সঙ্গে রানাঘাট দক্ষিণেও বুধবার উপনির্বাচন। ২০২১ সালে বিধানসভায় বিজেপির হয়ে জেতা মুকুটমণি অধিকারীই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী। চব্বিশের সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়ে পরাস্ত হয়েছিলেন তিনি। তবে জয়ের মুকুট মাথায় তুলতে রানাঘাট দক্ষিণ পুনরুদ্ধারের দায়িত্বে প্রবীণ নেতা, প্রাক্তন কংগ্রেস বিধায়ক শঙ্কর সিংহ। দু’মাস আগে যে ভোট একচেটিয়া ভাবে পদ্মশিবিরের ঝুলিতে গিয়েছিল। দু’মাসে সেই পরিস্থিতি কতটা বদলানো সম্ভব? ভোটের অঙ্কে রানাঘাট দক্ষিণ যে ‘কঠিন’ চ্যালেঞ্জ, তা ঘরোয়া আলোচনায় মানছেন তৃণমূলের নেতারাও।