সুকন্যা ঘনিষ্ঠ অনুব্রতর ছায়াসঙ্গী বিদ্যুৎবরেণের বাড়িতে CBI

এই সমস্ত কিছু জানতে অনুব্রতর গড়ে হাজির কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। অনুব্রতর ভোলেবোম রাইস মিলেও নাম রয়েছে এই বিদ্যুৎবরণের।

সুকন্যা ঘনিষ্ঠ অনুব্রতর ছায়াসঙ্গী বিদ্যুৎবরেণের বাড়িতে CBI

ট্রাইব টিভি ডিজিটাল: অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই হানা। কোম্পানিগুলিতে অনুব্রত কন্যার সঙ্গে ডিরেক্টর পদে রয়েছেন এই বিদ্যুৎ বরণ। তাঁর নামে মিলেছে একাধিক জমির হদিশ। সামান্য পুরকর্মী থেকে কীভাবে তাঁর এই উত্থান জানতে বিদ্যুৎবরণের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ cbi-এর।  

এদিকে গোরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের একসময়ের ছায়াসঙ্গী বিদ্যুৎবরণ বর্তমানে চিকিৎসার জন্য কলকাতায় রয়েছেন। যদিও ঘটনার তদন্তে নেমে সিবিআই অফিসাররা তাঁর একাধিক বাড়ি-গাড়ি ও জমির হদিশ পান। এছাড়াও একাধিক কোম্পানিতে লগ্নি রয়েছে অনুব্রত মণ্ডলের। সেই কোম্পানিগুলিতে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গে যুগ্ম ডিরেক্টর রয়েছেন এই বিদ্যুৎবরণ গায়েন।

আরও জানা গিয়েছে, তিনি আগে বোলপুর পুরসভার কর্মী ছিলেন। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় কয়েক বছরের মধ্যেই তাঁর সম্পত্তি ফুলেফেঁপে ওঠে। একজন পৌরসভার সাফাই কর্মীর এত সম্পত্তি কী ভাবে, গোরু পাচারের টাকাই কি লগ্নি হত কোম্পানিগুলিতে?

এই সমস্ত কিছু জানতে অনুব্রতর গড়ে হাজির কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। অনুব্রতর ভোলেবোম রাইস মিলেও নাম রয়েছে এই বিদ্যুৎবরণের। এদিকে রবিবার দুপুরে তাঁর বোলপুরের কালিকাপুরের বাড়ি চলছে সিবিআই তল্লাশি। ঘর বন্ধ করে চলছে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিদ্যুৎবরণের স্ত্রীকেও।