তিস্তা জলবণ্টনে বিজেপির একতরফা সিদ্ধান্ত, জলযন্ত্রণায় উত্তরবঙ্গ বঞ্চনা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

মালদহ, মুর্শিদাবাদ ভাঙা, উত্তরবঙ্গ ভাঙার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক থেকে বঙ্গভাগের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নিশানায় প্রথম থেকেই কেন্দ্রীয় সরকার। জানুন বিস্তারিত...

তিস্তা জলবণ্টনে বিজেপির একতরফা সিদ্ধান্ত, জলযন্ত্রণায় উত্তরবঙ্গ বঞ্চনা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার বিধানসভার অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দো-ভূটান যৌথ নদী কমিশন এবং বাংলায় জলবণ্টন প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। ক্ষোভ প্রকাশ করেন বাংলাভাগ নিয়েও। বাজেটে বাংলা তথা উত্তরবঙ্গকে বঞ্চনা নিয়ে বিধানসভায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। 

নীতি-আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর অপমান নিয়ে তৃণমূলের প্রস্তাব পেশ করার পরই উত্তাল হয়ে ওঠে বিধানসভা। এই প্রস্তাবের বিরোধীতা করে বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। এই সরগরম পরিস্থিতিতে বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিধানসভার অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী। অধিবেশন থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দেন তিনি। ভারত-বাংলাদেশ নদী কমিশনের আদলে ভারত-ভুটান নদী কমিশন করার কথা নীতি আয়োগের বৈঠকে বলে এসেছেন বলেও অধিবেশনে জানান মুখ্যমন্ত্রী (West bengal CM)।

আরও পড়ুন: https://tribetv.in/Justice-Amrita-Sinha-has-order-to-distributed-tet-examination-certificates-to-the-candidates

তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে একতরফা ভাবে বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতি বছর ডিভিসির জল ছাড়ার কারণেই বাংলা প্লাবিত হয়, বিধানসভায় যা নিয়ে আরও এক বার ক্ষোভ প্রকাশ করলেন মমতা। ঝাড়খণ্ড, বিহারে বন্যা হলে বাংলায় নদীর পাড় ভাঙছে। একইসঙ্গে কেন্দ্রীয় বাজেটে বাংলার পার্শ্ববর্তী দুই রাজ্যের জন্য বিশেষ প্যাকেজ রাখা হলেও। বাংলার জন্য কিছুই বরাদ্দ না হওয়ার প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে বিজেপি ভালো ফল করলেও কিছুই দেয়নি, ১ লক্ষ ৬৪ হাজার ৭৬৪ কোটি টাকা উত্তরবঙ্গের (North Bengal) পরিকাঠামো উন্নয়নে খরচ করা করেছে রাজ্য, একথা বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: https://tribetv.in/BJP-Walk-Out-at-assembly-session-while--tmc-protest-against-cm-mamata-banerjees-mic-incident-at-Niti-Aayog-meeting

গঙ্গাসাগর মেলাকে কেন জাতীয় মেলা ঘোষণা করা হচ্ছে না, বিধানসভায় সেই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার বাংলাভাগ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। মালদহ, মুর্শিদাবাদ ভাঙা, উত্তরবঙ্গ ভাঙার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক থেকে বঙ্গভাগের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নিশানায় প্রথম থেকেই কেন্দ্রীয় সরকার।