জামিন সন্দেশখালির বিজেপি নেত্রীর, হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের

গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেন পিয়ালী দাস ওরফে মাম্পি। শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। মাম্পি দাসকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। জানুন বিস্তারিত...

জামিন সন্দেশখালির বিজেপি নেত্রীর, হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সন্দেশখালি বিজেপি নেত্রীর গ্রেফতারি মামলায় বড় ধাক্কা রাজ্যের। বিজেপি নেত্রী পিয়ালী দাস ওরফে মাম্পি দাসকে (Mampi Das) জামিন দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি গ্রেফতারি নিয়েও একাধিক প্রশ্ন তুললেন বিচারপতি জয় সেনগুপ্ত। এর নেপথ্যে ‘মাস্টারমাইন্ড’ কে, জানতে চেয়েছে আদালত (Calcutta High court)

সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় বহু অভিযোগে বার বার উঠে এসেছে মাম্পির নাম। তার মধ্যে ভয় দেখিয়ে ধর্ষণের অসত্য মামলা রুজু করানোর মতো অভিযোগও রয়েছে। গত ৭ মে বিজেপি নেত্রী পিয়ালী দাসের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়। তার দু’দিন পরে ৪১এ ধারায় নোটিস দেয় পুলিশ। গত ১৪ মে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনযোগ্য ধারায় জামিন নিতে গেলে তাঁকে গ্রেফতার করা হয়। পরে ১২ দিনের হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করে নিম্ন আদালত। প্রথম দিন পুলিশের কেস ডায়েরি না দেখেই হেফাজতে পাঠিয়েছিল নিম্ন আদালত। তাঁর গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেন পিয়ালী দাস ওরফে মাম্পি। 

আরও পড়ুন: https://tribetv.in/People-facing-trouble-due-to-five-tested-covid19-positives-in-kolkata

শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। শুনানি চলাকালীন মাম্পির গ্রেফতারি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি সেনগুপ্ত। বিচারপতি জানিয়েছেন, ব্যক্তিগত বন্ডে মামলাকারীকে অবিলম্বে হেফাজত থেকে মুক্তি দিতে হবে। মাম্পির গ্রেফতারির ক্ষেত্রে ১৯৫এ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। 

আরও পড়ুন: https://tribetv.in/Killed-two-sisters-together-in-their-own-house

বিচারপতির প্রশ্ন, ‘‘ম্যাজিস্ট্রেট কী করেছেন? ১৯৫এ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে। তার পরেও তিনি কী ভাবে এই নির্দেশ দিলেন? এমন গ্রেফতারের নেপথ্যে মাস্টারমাইন্ড কে? এই মামলাটি কোন অফিসার দেখছেন?’’  সন্দেশখালি বিজেপি নেত্রী পিয়ালী দাস ওরফে মাম্পি দাসের বিরুদ্ধে ১৯৫এ ধারায় যে অভিযোগ দায়ের হয়েছে, তা-ও স্থগিত থাকবে। আগামী ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানি।