Chandrayaan 3: শেষ রাশিয়ার চন্দ্রজয়ের আশা, ইতিহাস তৈরির মুখে চন্দ্রযান ৩

বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিট নাগাদ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান ৩। সব ঠিকঠাক চললে ইতিহাস তৈরিতে আর কোনও বাধা নেই ভারতের। বিস্তারিত পড়ুন...

Chandrayaan 3: শেষ রাশিয়ার চন্দ্রজয়ের আশা, ইতিহাস তৈরির মুখে চন্দ্রযান ৩
ছবি সৌজন্যে- ISRO টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: স্বপ্ন ছুঁয়ে দেখার আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। তারপরই চাঁদে পা দেবে ইসরোর স্বপ্নের যান। তার আগেই চাঁদের নতুন ছবি পাঠাল চন্দ্রযান-৩। চাঁদের এই রূপ আগে কখনও দেখা যায়নি। এর আগে কক্ষপথ পরিবর্তন থেকে ল্যান্ডার বিক্রম, রোভার প্রজ্ঞানের সঙ্গে বিচ্ছেদ, ইসরোর পরিকল্পনা মাফিকই সুষ্ঠুভাবে এগিয়েছে সেসব কাজ। এবার শেষ মুহূর্তের প্রস্তুতি। লক্ষ্য- সঠিক এলাকায় সঠিক ভাবে অবতরণ। 

পৃথিবীর টান ছেড়ে চাঁদের পথে পাড়ি- বিপদের আশঙ্কা কিংবা প্রতিকূলতা সবকিছুকেই এতদিন অতিক্রম করে চাঁদের মাটি ছোঁয়ার পথে এগিয়েছে চন্দ্রযান-৩।  বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিট নাগাদ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান ৩। সব ঠিকঠাক চললে ইতিহাস তৈরিতে আর কোনও বাধা নেই ভারতের। কারণ, মহাকাশে চন্দ্রযান ৩ এখন প্রতিদ্বন্ধীহীন। এদিকে দীর্ঘ ৪৭ বছর পর চন্দ্রাভিযানে শামিল হয়েছিল পুতিনের দেশ রাশিয়া। দু'জনেরই লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরু। যেখানে এখনও পর্যন্ত পৌঁছতে পারেনি কোনও দেশ। সেই অভিযানে ভারতের চন্দ্রযান ৩ রওনা দিয়েছিল ১৪ জুলাই। গুটিগুটি পায়ে এগিয়ে সে এখন চাঁদের সবথেকে নিকটবর্তী কক্ষপথে। চন্দ্রযান ৩-এর সঙ্গে এই দৌড়ে একেবারে হঠাৎ করে উদয় হয় রাশিয়া। চন্দ্রযুদ্ধে নিজেদের অস্তিত্ব জাহির করতে গত ১০ অগাস্ট লুনা ২৫ উৎক্ষেপণ করে পুতিনের দেশ।

জানা গিয়েছে, চন্দ্রযান ৩ এর অবতরণের দু'দিন আগেই চাঁদের মাটি ছোঁয়ার কথা ছিল লুনার। কিন্তু অতি তাড়াহুড়োয় কাল হল রাশিয়ার। রবিবার সন্ধ্যায় স্বপ্ন ভঙ্গ হয়েছে রাশিয়ার। আর রাশিয়ার স্বপ্নভঙ্গের রাতেই চন্দ্রযান ৩ এর অবতরণের সঠিক সময় ঘোষণা করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুধু তাই নয়, চন্দ্রযান ৩ এর পথের কাঁটা লুনা ২৫। গত কয়েকদিন ধরে বিশ্বজুড়ে লোকমুখে এই কানাঘুষোই শোনা যাচ্ছিল। রবিবার সন্ধ্যায় রাশিয়ার স্বপ্নভঙ্গ হওয়ায় শেষ হয়ে গিয়েছে পুতিনের দেশের চন্দ্রজয়ের আশা। অর্থাৎ ইতিহাস তৈরিতে আর কোনও বাধা রইল না ভারতের কাছে।

এদিকে ইসরোর তরফে রবিবার ওই ছবিগুলি পোস্ট করে লেখা হয়েছে, চাঁদের একদম কোণের ছবি এগুলি। ল্যান্ডারের হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়ডেন্স ক্যামেরা ছবিগুলি তুলেছে। ইসরোর তরফে আরও জানানো হয়েছে, এই ক্যামেরা চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম যাতে সুরক্ষিতভাবে ল্যান্ড করতে পারে, সে কাজে সাহায্য করবে। এই ক্যামেরাতে চাঁদের পৃষ্ঠে থাকা গভীর খাত ও বোল্ডারগুলি ধরা পড়বে। ল্যান্ডারে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে চন্দ্রযান সুরক্ষিতভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। আর সব ঠিকঠাক থাকলে বুধবার সন্ধ্যায় সফট ল্যান্ডিং করবে ভারতের এই মহাকাশযান। রাশিয়া, আমেরিকা, চিনের পর চতুর্থ দেশ হবে ভারত, যা চাঁদের মাটি স্পর্শ করবে। চাঁদের দক্ষিণ মেরু তখন আসবে ভারতের হাতের মুঠোয়।