হর্ষবর্ধন নেওটিয়াকে ইডির তলব, মঙ্গলেই হাজিরা দিলেন শিল্পপতি

শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়াকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টর। মঙ্গলবার সকালে ইডি-র তলবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন রাজ্যের প্রখ্যাত শিল্পপতি।

হর্ষবর্ধন নেওটিয়াকে ইডির তলব, মঙ্গলেই হাজিরা দিলেন শিল্পপতি
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লোকসভার মুখে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। দুর্নীতির বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে ইডি থেকে সিবিআই। এবার শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়াকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টর (ED)। মঙ্গলবারই হাজিরার নির্দেশ সিজিও কমপ্লেক্সে (CGO Complex)। 

মঙ্গলবার সকালে ইডি-র তলবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন রাজ্যের প্রখ্যাত শিল্পপতি। সিজিও কমপ্লেক্সের সামনে এসে থামে হর্ষবর্ধন নেওটিয়ার (Harshvardhan Neotia) গাড়ি। গাড়ি থেকে নেমে তিনি সোজা প্রবেশ করেন ইডি দফতরে। সাংবাদিকরা জিজ্ঞাসা করেন তাঁকে ডাকা হয়েছে কি? সেই প্রশ্নের জবাবে শিল্পপতি শুধু মাথা নেড়ে হ্যাঁ জানান। তারপর সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে তিনি এড়িয়ে যান। তেমন কোনও সদুত্তর মেলেনি নেওটিয়ার কাছ থেকে। কেন আপনাকে ডাকা হল? সেই প্রশ্নের জবাবে হর্ষবর্ধন বলেন, ‘‘বলব, এসে বলব।’’ কোন মামলায় তাঁকে তলব করা হল, সেই প্রশ্নের জবাবেও একই কথা বলেন শিল্পপতি। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Congress-is-angry-with-the-Left-over-the-selection-of-candidates-ahead-of-lok-sabha-election

জানা গিয়েছে, 'কালীঘাটের কাকু' বলে পরিচিত ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা শহর কলকাতার একটি নামী নির্মাণ সংস্থার নাম উঠে এসেছিল। আর নেওটিয়া গোষ্ঠীও নির্মাণ কাজের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। নির্মাণ সংস্থার কোনও যোগাযোগ রয়েছে কি না, তাও জানতে তাঁকে তলব করা হতে পারে৷

যদিও এর আগে ২০১৪ সালে শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়াকে বহু কোটি টাকার সারদা কেলেঙ্কারির ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদ করেছিল।  সূত্রের খবর, তৎকালীন সারদা গ্রুপের প্রধান চিত্রশিল্পী শুভপ্রসন্ন ভট্টাচার্য ও কেলেঙ্কারির রাজা সুদীপ্ত সেনের সঙ্গে করা একটি ব্যবসায়িক চুক্তি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তবে কি ফের ২৪-এর লোকসভার মুখে সারদা কাণ্ডেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা!