ধনকুবের শাহজাহানের স্ত্রী-ও! ভাই আলমগীরকে হেফাজতে চায় ED

এবার শেখ শাহজাহানের ভাই শেখ আলমগিরকেও হেফাজতে চায় ইডি। ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। জেরা করতে চায় শেখ শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা ও দিদার বক্স মোল্লাকেও। বিশদে পড়ুন...

ধনকুবের শাহজাহানের স্ত্রী-ও! ভাই আলমগীরকে হেফাজতে চায় ED
ধৃত শেখ শাহজাহান (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: মাছের ব্যবসার মাধ্যমে কালো টাকা সাদা করত শাহজাহান। আর কোন পথে কালো টাকা সাদা করত সন্দেশখালির ঘটনার মাস্টার মাইন্ড শেখ শাহজাহান? জানতে মরিয়া ইনফোর্সমেন্ট ডিরেক্টেটর (ED)।  ঘটনার শিকড় খুঁজতে সোমবার শাহজাহানের স্ত্রীকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। সূত্র মারফত খবর, আরও অনেক কিছুই জানেন শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি। ফলে সন্দেশখালিকাণ্ডে আজ ফের শেখ শাহজাহানের স্ত্রীকে তলব ইডি-র। শেখ শাহজাহানের মাছ ব্যবসার দুই শাগরেদকেও হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। পরিবারের কোথায়, কত সম্পত্তি, জিজ্ঞাসাবাদ করা হবে শেখ শাহজাহানের স্ত্রীকে। সূত্রের খবর, শেখ শাহজাহানের মুখোমুখি বসিয়েও হতে পারে জিজ্ঞাসাবাদ। 

অন্যদিকে, এবার শেখ শাহজাহানের ভাই শেখ আলমগিরকেও হেফাজতে চায় ইডি। ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। জেরা করতে চায় শেখ শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা ও দিদার বক্স মোল্লাকেও। তিনজনের ঠাঁই এই মুহূর্তে জেল হেফাজতে। 

আরও পড়ুন: https://www.tribetv.in/10-April-Amit-Shah-Rally-at-Balurghat-In-West-Bengal-over-Lok-Sabha-Election

উল্লেখ্য, গত দু'বার গর্জন করলেও, বিতর্কিত মন্তব্য থেকে এ বার নিজেকে সামলে নিলেন সন্দেশখালির 'বাঘ' শেখ শাহজাহান! জমি দখল ও ভেড়ির ব্যবসার আড়ালে কোটি কোটি টাকা পাচারের মামলায় সাসপেন্ডেড তৃণমূল নেতা শাহজাহান বর্তমানে রয়েছেন ইডি হেফাজতে। এর আগে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে তাঁর মুখে শোনা গিয়েছিল ‘ষড়যন্ত্র’, ‘বিজেপির দালাল’-এর মতো শব্দবন্ধ। গত রবিবার তাঁকে সল্টলেক থেকে জোকায় নিয়ে যাওয়া হচ্ছিল মেডিক্যাল চেকআপের জন্য। সেই সময়ে সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই!' হঠাৎ কেন এই ভোল বদল, তা নিয়ে অবশ্য গুঞ্জন চলছে।