ভোটের আবহে ফের উদ্ধার টাকার পাহাড়, মন্ত্রীর আপ্তসহায়কের বাড়ি থেকে উদ্ধার নগদ ২৫ কোটি

ঝাড়খণ্ডে মন্ত্রীর আপ্তসহায়কের বাড়ি থেকে উদ্ধার নগদ ২৫ কোটি। নানা রকম প্রকল্পের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জানুন বিস্তারিত...

ভোটের আবহে ফের উদ্ধার টাকার পাহাড়, মন্ত্রীর আপ্তসহায়কের বাড়ি থেকে উদ্ধার নগদ ২৫ কোটি
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভোটের মধ্যেই ফের উদ্ধার কোটি কোটি টাকা। ঝাড়খণ্ডে মন্ত্রীর আপ্তসহায়কের বাড়ি থেকে উদ্ধার নগদ ২৫ কোটি (25cr)। দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী আলমগির আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়ি থেকে ২৫ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি (Enforcement Directorate)। 

নির্বাচনের মরশুমে সোমবার সকাল থেকেই আর্থিক তছরুপের (Money Laundering) তদন্তে নেমে পড়েছে ইডি। ঝাড়খণ্ডের একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী আলমগির আলমের (Jharkhand Rural Development minister Alamgir Alam) ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি। সেখানেই ম্যারাথন তল্লাশি চালিয়ে ২৫ কোটি টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। ইডি সূত্রের খবর, বেআইনি ভাবে আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত সঞ্জীব লাল (Sanjiv Lal)।  

আরও পড়ুন:  https://www.tribetv.in/A-boy-allegedly-killed-and-two-injured-due-to-bomb-blasting-in-Pandua-of-Hooghly#google_vignette

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামকে গ্রেফতার করেছিল ইডি। নানা রকম প্রকল্পের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইডির দাবি, বীরেন্দ্র কে রামের (Virendra Ram case) আর্থিক তছরুপ মামলার সঙ্গে সঞ্জীবের নাম জড়িয়ে পড়ে। সেই যোগসূত্র ধরেই সোমবার সকালে অভিযান শুরু করেন ইডির আধিকারিকেরা।