আরজি কর দুর্নীতিতে এবার ইডির স্ক্যানারে সন্দীপের স্ত্রী, মঙ্গলেও সিজিওতে হাজিরা সঙ্গীতার

সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দিলেন সঙ্গীতা ঘোষ। টানা দুদিন পরপর আরজি কর হাসাপাতালে আর্থিক দূর্নীতির মামলায় কেন্দ্রীয় এজেন্সির জেরার মুখে সন্দীপ ঘোষের স্ত্রী।  জানুন বিস্তারিত...

আরজি কর দুর্নীতিতে এবার ইডির স্ক্যানারে সন্দীপের স্ত্রী, মঙ্গলেও সিজিওতে হাজিরা সঙ্গীতার
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবারের পর মঙ্গলবারও ফের আরজি কর মেডিক্যাল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব ইডির। সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দিলেন সঙ্গীতা ঘোষ। টানা দুদিন পরপর আরজি কর হাসাপাতালে আর্থিক দূর্নীতির মামলায় কেন্দ্রীয় এজেন্সির জেরার মুখে সন্দীপ ঘোষের স্ত্রী। 

গত সপ্তাহে আরজি কর হাসাপাতালে আর্থিক দূর্নীতির মামলায় সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি করতে যায় ইডি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আধিকারিকদের। কারণ, বাড়ির দরজা ছিল তালাবন্ধ। প্রায় ৩ ঘণ্টা পর এসে তালা খুলে দেন সন্দীপ ঘোষের স্ত্রী। তিনি দাবি করেন, সন্দীপ ঘোষ কিছু করেননি। তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে! সেই সঙ্গে তিনি আরও বলেন, যে কোনও তদন্তকারী সংস্থার সঙ্গে তাঁরা সহযোগিতা করবেন।

আরও পড়ুন: https://tribetv.in/Junior-doctor-protest-continue-on-RG-Kar-issue-in-front-of-Swasthya-Bhawan

এরপর সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতেও হানা দেয় ইডি। তবে বাড়ি তালাবন্ধ থাকায়, ফিরে যেতে হয় তদন্তকারীদের। এছাড়া, এয়ারপোর্টের কাছে মিলন পল্লির একটি আবাসনে সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাটেও পৌঁছে যান ED অফিসাররা। তল্লাশি শুরু পর জানা যায়, সেখানেই একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন সন্দীপ ঘোষের শ্বশুর-শাশুড়ি। এবার  আরজি কর হাসাপাতালে আর্থিক দূর্নীতির জট ছাড়াতে ধৃত সন্দীপ ঘোষের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক।