আরজি কর আবহেই উমার আগমন, পুজোর রাতে ঢাক বাজিয়ে বাড়ি ফেরা নিয়ে শঙ্কায় মহিলা ঢাকিরা

এবার পুজোর দিনগুলিতে ঢাক বাজিয়ে নিশ্চিন্তে রাতে বাড়ি ফেরা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন আরামবাগের মহিলা ঢাকিরা। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

আরজি কর আবহেই উমার আগমন, পুজোর রাতে ঢাক বাজিয়ে বাড়ি ফেরা নিয়ে শঙ্কায় মহিলা ঢাকিরা

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর কাণ্ডের পর অনেকেই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তা নিয়ে রাজ্য জুড়ে চলছে মিটিং মিছিল। হাসপাতাল সহ বিভিন্ন জনবহুল স্থানে প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হচ্ছে। এবার পুজোর দিনগুলিতে ঢাক বাজিয়ে নিশ্চিন্তে রাতে বাড়ি ফেরা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন আরামবাগের মহিলা ঢাকিরা।  তাঁরা রাতে বাড়ি ফেরার সময় পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন।

আরামবাগের বলরামপুর ও রামনগরে  মহিলা ঢাকিদের দুটি দল আছে। মূলত প্রশিক্ষক দিলীপ কুমার দাসের অধীনেই এই দুটি দল পরিচালিত হয়। দিলীপবাবু জানালেন, এবছর পুজোয় বেশ ভালই বায়না হয়েছে। জেলা ও জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে পুজোয় বাজানোর জন্য ডাক এসেছে। কিন্তু আর জি করের ঘটনার পর সকলের মধ্যেই একটা আতঙ্ক কাজ করছে।

আরও পড়ুন: https://tribetv.in/House-Wife-lost-her-life-due-to-an-unpleasant-situations-at-Bankura-areas

এবার পুজোয় বেশিরভাগ দিনই  ঢাক বাজিয়ে রাতে বাড়ি ফিরতে হবে। আর তাই দলের মহিলারা এবং তাঁদের পরিবারের সদস্যরা বেশ চিন্তায় পড়ে গেছেন। তিনি আরও জানালেন,   এ ব্যাপারে আরামবাগ এসডিপিওর কাছে গিয়ে রাতের বেলা যাতায়াতের ক্ষেত্রে পুলিশি নিরাপত্তা চাইবেন।

আরও পড়ুন: https://tribetv.in/WB-CS-Manoj-Pant-sent-another-letter-to-juniors-doctors-for-another-meeting-with-cm-mamata-banerjee-on-today

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদ টানা সাতদিন ধরে স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় অনড় জুনিয়র ডাক্তাররা। পাঁচদফা দাবিতে আন্দোলনে অনড় তাঁরা। যদিও আজ পঞ্চম তথা শেষবার ডাক্তারদের বৈঠকে বসার জন্য আহ্বান জানিয়ে চিকিৎসকদের সংগঠন জুনিয়র ডাক্তার ফ্রন্টকে মেইল করেছেন মুখ্যসচিব। সোমবার বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আলোচনায় বসার জন্য মেইল করে জুনিয়র ডাক্তারদের আহ্বান জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। বিকেল পৌনে ৫টার মধ্যে কালীঘাটে পৌঁছে যাওয়ার আবেদন করে চিঠি দেওয়া হয়েছে।