নজর ঘোরাতে হামলার ছক! ভারত-পাক সীমান্তে বাড়ল নিরাপত্তা

পাকিস্তানের এই উত্তাল পরিস্থিতির প্রভাব যাতে এদেশে না পড়ে সে ব্যাপারে তৎপর ভারত সরকার। তাই সীমান্তে নিয়ন্ত্রণ রেখার উপর বিশেষ নজরদারি বাড়াল প্রতিরক্ষা মন্ত্রক।

নজর ঘোরাতে হামলার ছক! ভারত-পাক সীমান্তে বাড়ল নিরাপত্তা
ভারত-পাক সীমান্তে কড়া নজরদাড়ি (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার Imran Khan। মঙ্গলবার বিকেলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির পর থেকে জ্বলছে Pakistan। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের উপর কড়া নজর রাখছে ভারত। শুধু তাই নয়, সীমান্তে সেনাকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।  

সূত্রের খবর, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি হওয়া থেকে শুরু করে লাহোর, করাচি, বালুচিস্তান সহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে হাই অ্যালার্ট জারি করেছে পাক সরকার। গোটা দেশে মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা সাসপেন্ড করে দেওয়া হয়েছে।

পাকিস্তানের এই উত্তাল পরিস্থিতির প্রভাব যাতে এদেশে না পড়ে সে ব্যাপারে তৎপর ভারত সরকার। তাই সীমান্তে নিয়ন্ত্রণ রেখার উপর বিশেষ নজরদারি বাড়াল প্রতিরক্ষা মন্ত্রক। বিশেষজ্ঞদের দাবি, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ায় নজর ঘোরাতে সীমান্তে উত্তেজনা তৈরি করতে পারে পাক সেনা। শুধু তাই নয়, নতুন ফ্রণ্ট খুলে LoC পেরিয়ে ভারতে ঢুকে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেছেন তাঁরা। 

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে ভারত-পাক সীমান্ত রেখার উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। ভারত পাক নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রীয় জওয়ানদের টহলদারি বাড়ানো হয়েছে। পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির আঁচ কোনওভাবে যাতে এ দেশে না পড়ে, সে ব্যাপারে তৎপর কেন্দ্রীয় সেনাবাহিনী। যদিও এ ব্যাপারে সেনা বা কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীর বা PoK-তে বর্ডার অ্যাকশন টিম বা BAT-র জওয়ানদের সংখ্যা বাড়িয়েছে ইসলামাবাদ। নতুন করে LoC সংলগ্ন এলাকায় জঙ্গি লঞ্চপ্যাডগুলি সক্রিয় করার করার চেষ্টা হচ্ছে বলেও গোয়েন্দা সূত্রে খবর মিলেছে। যদিও গতকাল ইমরানের গ্রেফতারির পর PoK-তে বাহিনীর সংখ্যা কমায়নি পাকিস্তান। বিশেষজ্ঞদের দাবি, এই পরিস্থিতিতে নজর ঘোরাতে ভারতে বড় হামলার ছক কষতে পারে পাক বাহিনী। আবার এই কাজে জঙ্গিদেরও ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।