হিরণের ভাষা জুগিয়ে দেবের বুকে কাকা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

ওই ব্যক্তির নাম হফনাম মান্ডি। ২০১৬ সালে রহস্যজনকভাবে নিখোঁজ হন কেশপুরের বিজেপি কর্মী বিনয় মান্ডি। এরপর SC-ST কমিশন, থানা পুলিশ করেও কোনও লাভ হয়নি বলে দাবি বিজেপির। জানুন আরও...

হিরণের ভাষা জুগিয়ে দেবের বুকে কাকা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আপাতত সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চার বিষয় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের 'মোয়ে মোয়ে' মুহূর্ত। আর সোশ্যাল মিডিয়ার লড়াই তো সামিল হলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের আরেক প্রার্থী দীপক অধিকারী ইস্যু রইল সেই মোয়ে মোয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, BJP প্রার্থী হিরণ বলছেন, 'জানি না কোন ভাষায় বলব, ভাষা হারিয়ে ফেলেছি!’ সেই সময় হিরণের মুখে এই কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা জনৈক বৃদ্ধ বলেন, 'বাংলা কথাই বলো না!' আর এই ভিডিয়োয় এখন নেটিজেনদের কাছে 'হটকেক'।

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম হফনাম মান্ডি। ২০১৬ সালে রহস্যজনকভাবে নিখোঁজ হন কেশপুরের বিজেপি কর্মী বিনয় মান্ডি। এরপর SC-ST কমিশন, থানা পুলিশ করেও কোনও লাভ হয়নি বলে দাবি বিজেপির। প্রচারে বেরিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন হিরণ। সেই সময়ই পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বিজেপি প্রার্থী দাবি করেছিলেন তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। সেই সময়ই হফনাম, বিনয়ের প্রতিবেশী এই মন্তব্য করেন। এই পুরো দৃশ্যের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় দেদার ভাইরাল। 

আরও পড়ুন: https://tribetv.in/KKR-beat-SRH-by-8-wickets-to-reach-IPL-2024-final

মঙ্গলবার দলীয় প্রচারে কেশপুরে পৌঁছে ভাইরাল হওয়া সেই ভদ্রলোকের সাথে ভিডিও তুলে নিজেই পোস্ট করেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেব। যেখানে তাকে চিৎকার করে বলতে শোনা গেল সবাই আমার ফ্যান আর আমি কাকার ফ্যান কাকা ইজ ডন। আর এইসব কাণ্ডকারখানা দেখে ওয়াকিবহাল মহলের মত রাজনৈতিক লড়াই এখন মাঠ ঘাট ছাড়িয়ে মজে উঠেছে সোশ্যাল মিডিয়ার আর ভাইরাল ভিডিওতে।