নবান্ন অভিযান বেআইনি, মঙ্গলের কর্মসূচি নিয়ে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ

মধ্যরাত থেকেই নবান্নের আশেপাশে এবং বিভিন্ন জায়গায় পুলিশ ফোর্স মোতায়েন করা হবে । দ্বিতীয় হুগলি সেতু , হেস্টিংস হাওড়া ব্রিজ সহ কলকাতা থেকে নবান্ন যাহার বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হবে কলকাতা পুলিশ। জানুন বিস্তারিত...

নবান্ন অভিযান বেআইনি, মঙ্গলের কর্মসূচি নিয়ে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ

অভ্রদ্বীপ দাস, কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সংগঠন মঙ্গলবার (২৭ অগাস্ট) নবান্ন অভিযানের ডাক দিয়েছে । যার জেরে আইন-শৃঙ্খলার পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় সেই কারণে, রাজ্য সরকার, হাওড়া পুলিশ কমিশনারেট এবং কলকাতা পুলিশ কমিশনারের তরফে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নবান্ন চত্বরের নিরাপত্তা ব্যবস্থায় থাকছে, ২১ জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার। ১৩ জন এসপি ও ডিসিপি পদমর্যাদার অফিসার। এডিসিপি বা এসিপি পদমর্যাদার অফিসার থাকছেন ১৫ জন। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২২ জন এসি/ ডেপুটি এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকও। এছাড়া ২৬ জন ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার-সহ দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হবে বলে সূত্রের খবর। 

শনিবার থেকেই উচ্চপদস্থ কর্তারা এলাকা পরিদর্শন করতে শুরু করেছেন। বিশেষত নবান্নের আশপাশের এলাকা পরিদর্শন করছেন তাঁরা। মূলত পুলিশ সূত্রে খবর কলেজ স্ট্রিট হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান, বেলেপোল, সাঁতরাগাছি, আন্দুল রোড ও ফোট উইলিয়ামের দিক থেকে নবান্ন এর দিকে যাবে মিছিল । তার জন্য হেস্টিং হাওড়া ময়দান শিবপুর রোড হাওড়া ব্রিজ এই জায়গাগুলিতে অ্যালুমিনিয়ামের ব্যারিকেড করা হচ্ছে । বলা যেতে পারে নবান্নের চারপাশ পুরোপুরি ঘিরে ফেলা হচ্ছে । রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে বাড়তি পুলিশ ফোর্স । 

আরও পড়ুন: https://tribetv.in/Heavy-rain-alert-in-South-Bengal-for-the-cyclone-in-bay-of-Bengal

মধ্যরাত থেকেই নবান্নের আশেপাশে এবং বিভিন্ন জায়গায় পুলিশ ফোর্স মোতায়েন করা হবে । দ্বিতীয় হুগলি সেতু , হেস্টিংস হাওড়া ব্রিজ সহ কলকাতা থেকে নবান্ন যাহার বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হবে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ডেপুটি পুলিশ কমিশনার অফিসারদের নেতৃত্বে দেবেন। নবান্ন এবং তার আশেপাশের এলাকায় ইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে স্পেসালিস্ট ফোর্স এবং র‍্যাফ মোতায়ন করা হচ্ছে । অপৃতগণ পরিস্থিতি আটকানোর জন্য প্রস্তুত রাখা হচ্ছে ওয়াটার ক্যানন এবং টিয়ার গ্যাস।  পাশাপশি হওয়া পুলিশ পুলিশ কমিশনারেট এবং কলকাতা ট্রাফিক পুলিশের তরফে ট্রাফিক ব্যবস্থা কেমন থাকছে সেই নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। 

আরও পড়ুন: https://tribetv.in/tmc-leader-kunal-ghosh-says-that-their-was-a-conspiracy-behind-the-nabanna-abhiyan-on-tomorrw

পাশাপাশি কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে ২৭ অগাস্ট, ইউজিসি (UGC)-র নেট (NET) পরীক্ষার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯.৩০ থেকে ১২.৩০, এবং বিকেল ৩.০০ থেকে ৬.০০ পর্যন্ত। সেদিনই 'নবান্ন অভিযান'-এর আহ্বান জানিয়েছে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নামক গোষ্ঠী। এই অভিযানের কারণে যাতে কোনও NET পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধেয় না পড়েন, সেই উদ্দেশ্যে রাস্তায় থাকবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। কোনওরকম অসুবিধেয় পড়লে অনুরোধ, নিকটবর্তী পুলিশকর্মীর সাহায্য নিন অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন।