ডিসি সাউথ ওয়েস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার পদে রাহুল দে

এর আগে তিনি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার STF পদে নিযুক্ত ছিলেন। গত ২ এপ্রিল কলকাতা পুলিশের সাউথ ওয়েস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়  সৌম্য রায়কে।

ডিসি সাউথ ওয়েস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার পদে রাহুল দে
নবনিযুক্ত ডিসি সাউথ-ওয়েস্ট রাহুল দে (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: সময় বেঁধে দেওয়া হয়েছিল মাত্র ৩ দিন। তার মধ্যেই কলকাতা পুলিশের সাউথ ওয়েস্ট ডিভিশনের নতুন ডেপুটি কমিশনার পদে নিযুক্ত হলেন রাহুল দে। এর আগে তিনি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার STF পদে নিযুক্ত ছিলেন। গত ২ এপ্রিল কলকাতা পুলিশের সাউথ ওয়েস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়  সৌম্য রায়কে। তাঁকে নির্বাচনের সমস্ত কাজ থেকে অব্যহতি দেওয়া হয়। ডিসি পদ থেকে সরিয়ে কোনও অ-নির্বাচনী পদে রাখার নির্দেশ দেওয়া হয়। তাঁকে যে পদে বদলি করা হবে, তার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনও সম্পর্ক থাকবে না।

ডিসি সৌম্য রায়কে সরানোর পরই রাজ্যের কাছে পরবর্তী ডিসি হিসেবে কাকে নিযুক্ত করা হবে সেই নাম চেয়ে পাঠায় কমিশন। শুধু তাই নয়, জানানো হয়, ৩ এপ্রিল দুপুর ৩টের মধ্যে নতুন ডিসির নাম জানাবে রাজ্য। সেইমত আজ ওই পদে বসলেন রাহুল দে।   অন্যদিকে, শুক্রবার রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের জন্য স্পেশাল পুলিশ অবজারভার হিসেবে নিযুক্ত অনিল কুমার শর্মা। স্পেশাল পুলিশ অবজার্ভার হিসেবে নিযুক্ত পঞ্জাবের ১৯৮৪ ব্যাচের আইপিএস অনিল কুমার শর্মা। তিনি ৫ এপ্রিল দিল্লি থেকে কলকাতাতে আসছেন। শনিবার অর্থাৎ ৬ এপ্রিল দুপুরে বৈঠকে বসবেন তিনি। বিএসএফ গেস্ট হাউসেই হবে এই বৈঠক। মূলত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে (FORCE Deployment) নিয়েই এই বৈঠক হবে শনিবার।

আরও পড়ুন: https://www.tribetv.in/DCP-South-west-Soumya-Roy-has-been-removed-from-election-process

সূত্রের খবর, বৈঠকে থাকবেন CU, স্টেট পুলিশ নোডাল অফিসার, রাজ্যের জন্য নিযুক্ত হওয়া ২ জন বিশেষ পর্যবেক্ষক। (পশ্চিমবঙ্গের জেনারেল স্পেশাল অবজার্ভার অলোক সিনহা, পশ্চিমবঙ্গের স্পেশাল পুলিশ অবজারভার অনিল কুমার শর্মা)। স্পেশাল কেন্দ্রীয় বাহিনী স্পর্শকাতর বুথ হিসেবে এখনও হয়নি। ফোর্স এখনও পর্যন্ত রাজ্যে ১৭৭ কেন্দ্রীয় বাহিনী আছে। সব পোলিং স্টেশনে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাবে কিনা দেখা হবে। যেখানে ৯০ শতাংশের বেশি পোলিং হয়েছে সেটাকে স্পর্শকাতর বুথ হিসেবে দেখা হয়। যেখানে পোলিং ১০ শতাংশের কম হয়েছে, যেখানে রিপোল, যেখানে এর আগে ভায়োলেন্স হয়েছে। আরও কিছু ফোর্স আসতেও পারে। ডেফিসিট থাকলে স্টেট পুলিশ থাকবে কিনা তা নিয়ে এখনও বলা যাচ্ছে না বলে খবর।