সুকান্ত-দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেই দিল্লিতে রাজ্যপাল, বোসের সঙ্গে শাহি বৈঠককে কটাক্ষ কুণালের

বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে শাহের আলোচনা হতে পারে। যদিও দিল্লিতে অমিত শাহর সঙ্গে রাজ্যপালের বৈঠক নিয়ে তীব্র সমালোচনা করেন কুণাল ঘোষ। জানুন বিস্তারিত...

সুকান্ত-দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেই দিল্লিতে রাজ্যপাল, বোসের সঙ্গে শাহি বৈঠককে কটাক্ষ কুণালের
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধবার তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর কিছু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওই মন্তব্যের প্রতিবাদে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখার পর, রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। তারপরই তড়িঘড়ি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে দিল্লি যান রাজ্যপাল (Governor)। যা নিয়ে ফের দানা বেঁধেছে জল্পনার। রাজ্যপালকে কড়া আক্রমন শানিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।  

আরজি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামের একটি সংগঠন মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। সেই কর্মসূচিকে সমর্থন করেছিল বিজেপি (BJP)। তারপরে বুধবার তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপিকে। সেদিন মুখ্যমন্ত্রীর করা কিছু মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক।

আরও পড়ুন: https://tribetv.in/A-Complaint-Against--West-Bengal-Chief-Minister-Mamata-Banerjee-due-to-allegation-of-unpleasant-comments

বুধবার ওই মন্তব্যের প্রতিবাদে শাহকে চিঠি লিখেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গেও দেখা করেন সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে রাজভবনে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেও এই সংক্রান্ত অভিযোগ জানিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। 

অন্যদিকে, আর জি কর ইস্যুতে সুকান্ত মজুমদারদের রাজভবনের দ্বারস্থ হওয়াকে বৃহস্পতিবার কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বলেন, 'যে রাজভবনে মহিলারা নিরাপদ নয়। সেখানে সুকান্ত বাবুরা কী করতে যাচ্ছেন?' সেই প্রশ্নও তুলে এদিন সরব হন তিনি।

আরও পড়ুন:  https://tribetv.in/Calcutta-High-Court-rejected-the-state-objection-on-the-release-of-film-west-Bengal-diary

বৃহস্পতিবার রাজভবনে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাতের পরই তড়িঘড়ি দিল্লি রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালকে ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে শাহের আলোচনা হতে পারে। যদিও দিল্লিতে অমিত শাহর সঙ্গে রাজ্যপালের বৈঠক নিয়ে তীব্র সমালোচনা করেন কুণাল ঘোষ। 

চিকিৎসক তরুনী ধর্ষণ খুনের প্রতিবাদে পথে নেমেছে পড়ুয়া থেকে শুরু করে ডাক্তার, নাগরিক সমাজ সহ বিভিন্ন মহল। রাজ্যের নারী নিগ্রহ ও একের পর এক ঘটনায় সরব বিরোধীরা। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখন দেখার বাংলার সার্বিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে শাহি সাক্ষাৎ কতটা ফলপ্রসূ হয়।