বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণে ২ সন্দেহভাজন গ্রেফতারে 'বাংলা দুস্কৃতীদের স্বর্গরাজ্য', বিরোধীদের পাল্টা জবাব মমতার

দীর্ঘদিন ধরে এ রাজ্যে লুকিয়ে থাকার পর গ্রেফতার দুই অভিযুক্ত মুসাভির হুসেন শাজিব ও আবদুল মাঠিন। ধৃতদের মধ্যে একজন আবার এই ঘটনার মূল মাস্টারমাইন্ড। জানুন বিস্তারিত...

বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণে ২ সন্দেহভাজন গ্রেফতারে 'বাংলা দুস্কৃতীদের স্বর্গরাজ্য', বিরোধীদের পাল্টা জবাব মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি সৌজন্যে- ফেসবুক)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গালুরুর রামেশ্বরম কাফেতে বিস্ফোরণের ঘটনায় বাংলায় NIA ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার দুই অভিযুক্ত। ধৃতরা ISIS সদস্য বলেও দাবি NIA-র। কীভাবে ভুয়ো পরিচয়ে বাংলায় আত্মগোপন? ঘটনায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। বিরোধীদের তোপ, পাল্টা তোপে সরগরম রাজ্য রাজনীতি। বেঙ্গালুরুর রামেশ্বরম কাফেতে বিস্ফোরণের ঘটনায় বঙ্গ যোগের অভিযোগে তোলপাড় রাজ্য-রাজনীতি। ঘটনায় কাঁথি থেকে ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ। 

দীর্ঘদিন ধরে এ রাজ্যে লুকিয়ে থাকার পর গ্রেফতার দুই অভিযুক্ত মুসাভির হুসেন শাজিব ও আবদুল মাঠিন। ধৃতদের মধ্যে একজন আবার এই ঘটনার মূল মাস্টারমাইন্ড বলে, NIA সূত্রে খবর। ক্যাফে বিস্ফোরণের ঘটনায় বাংলা থেকে দুষ্কৃতীরা গ্রেফতার হতেই রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক কড়া আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে নিশানা করেছেন বাংলার মুখ্যমন্ত্রীকে। 'বাংলা দুস্কৃতীদের স্বর্গরাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত' বিস্ফোরণের ঘটনায় বঙ্গ যোগ নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীরও। বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণের ঘটনায় এবার পাল্টা NIA ও বিজেপিকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'দুই অভিযুক্তই কর্ণাটকের বাসিন্দা, বাংলায় লুকিয়ে ছিল, বাংলার পুলিশ ২ ঘণ্টার মধ্যে ধরে দিয়েছে' দাবি তৃণমূল নেত্রীর। দেশের সুরক্ষা নিয়ে পাল্টা মোদি সরকারকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলেন, 'বিজেপি অত্যাচারী দল, দেশকে সুরক্ষা দিতে ব্যর্থ মোদি সরকার। ঠিক এ ভাষাতেই বিজেপি সরকারকে কড়া আক্রমণ শানান তিনি।  

আরও পড়ুন: https://www.tribetv.in/NIA--allegedly-arrested-two-accused-in--connection-with-Rameshwar-cafe-blast-case

সন্দেশখালি থেকে ভূপতিনগর। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে অতীতেও একাধিকবার বিভিন্ন নির্বাচনী সভা থেকে কড়া জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আবহে বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণের ঘটনায় এবার NIA বনাম রাজ্য পুলিশের সংঘাত নিয়ে কার্যত বিরোধীদের অল আউট অ্যাটাক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বুঝিয়ে দিলেন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বাংলা নয়, অপরাধীদের ধরতে সব সময় সচেষ্ট রাজ্য পুলিশ।