Bankura News: আরজি কর আবহেই খাল থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, চাঞ্চল্য এলাকায়

গত তিনদিন ধরে নিখোঁজ ছিল পেশায় দিনমজুর নিতাই দুলে। বিভিন্ন আত্মীয় বাড়ির পাশাপাশি বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার খোঁজ মেলেনি। জানুন বিস্তারিত...

Bankura News: আরজি কর আবহেই খাল থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, চাঞ্চল্য এলাকায়
মৃত নিতাই দুলে (বাঁ দিকে)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর আবহেই এবার বাঁকুড়া জেলার তালডাংরা এলাকায় একটি সেচখাল থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ। দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তালডাংরা আধকড়া গ্রাম সংলগ্ন এলাকায়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তালডাংরা থানার পুলিশ। মৃতের নাম নিতাই দুলে। বয়স আনুমানিক ৪২ বছর। বাড়ি তালডাংরা থানার আধকড়া গ্রামে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত তিনদিন ধরে নিখোঁজ ছিল পেশায় দিনমজুর নিতাই দুলে। বিভিন্ন আত্মীয় বাড়ির পাশাপাশি বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার খোঁজ মেলেনি। অবশেষে তিনদিন পর ঐ ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয় গ্রাম সংলগ্ন সেচখাল থেকে। ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছাড়া নেমে এসেছে। মৃতের এক আত্মীয় জানান, মৃত নিতাই দুলে মৃগি রোগে আক্রান্ত ছিল। শৌচকর্ম সারতে এসে সেচ খালের জলে পড়েই মৃত্যু হয়েছে অনুমান পরিবারের।