চলন্ত বাসে আগুন, বরাত জোরে রক্ষা যাত্রীদের

ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি সুবীর সাহা ঘটনাস্থলে এসে ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দেয়

চলন্ত বাসে আগুন, বরাত জোরে রক্ষা যাত্রীদের

ট্রাইব টিভি ডিজিটাল: চলন্ত বাসে আচমকাই আগুন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সরকারি বাস। ঘটনাটি ঘটেছে, ধূপগুড়ি শহরের চৌপতি সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে,  উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস শিলিগুড়ি থেকে কোচবিহার যাওয়ার পথে ধূপগুড়ি চৌপতি সংলগ্ন এলাকায় বাসের পিছন চাকার নীচ থেকে আচমকাই ধোয়া বের হতে থাকে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বাস চালককে বিষয়টি জানান। বাস চালক মাঝ রাস্তায় বাস থামিয়ে বাসে থাকা সমস্ত যাত্রীকে নামিয়ে দেয়।

ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি সুবীর সাহা ঘটনাস্থলে এসে ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌছে আগুন নিভিয়ে ফেলে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

 এই বিষয়ে এক বাস যাত্রী বলেন,  "বাসে আগুন লেগেছে শুনে আতঙ্কিত হয়ে পড়ি।আগুনের কথা শুনে বাস থেকে নেমে পড়ি।" বাস চালক সহিদার আলী বলেন,  "বাসের পিছন চাকা থেকে ধোয়া বের হতে দেখে বাস দাঁড় করিয়ে দিয়েছিলাম।পরবর্তী পুলিশের সহযোগিতায় দমকল কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। শিলিগুড়ি থেকে কোচবিহার যাচ্ছিলাম।"