Murshidabad News: বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, বোমা ফেটে জখম শিশু

বোমা বাধতে গিয়ে আরও এক ব্যক্তির জখম হওয়ার খবর এসেছে প্রকাশ্যে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১নম্বর ব্লকের ঘোড়াদলের দোহাকন্দ এলাকায় বোমা বাধতে গিয়ে গুরুতর জখম হন এক যুবক।

Murshidabad News: বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, বোমা ফেটে জখম শিশু
বোমার আঘাতে আহত শিশু (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: পঞ্চায়েত ভোটের মুখে জেলায় জেলায় বোমা উদ্ধার ঘিরে তপ্ত রাজ্যরাজনীতি। ফের মুর্শিদাবাদে বোমা ফেটে জখম শিশু। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে জখম ১ শিশু। সোমবার ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগরে। বোমার আঘাতে গুরুতর জখম ওই শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।   

সূত্রের খবর, সোমবার দুপুরে বেশ কিছু বাচ্চা আম বাগানে খেলা করছিল। সেই সময় একটি পরিত্যক্ত জায়গা থেকে বল ভেবে বোম নিয়ে খেলতে যায় তারা। তখনই বোমআ ফেটে জখম হওয়ার ঘটনাটি ঘটে। বোমা ফেটে এক শিশুর জখম হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী। এদিকে বোমা ফেটে এই ঘটনা ঘটেছে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা আহতকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। যেহেতু সামনে পঞ্চায়েত ভোট। তার আগে এমন ঘটনায় তুঙ্গে শাসক বিরোধী তরজা। শুধু টাঈ নয়, কে বা কারা ওই বোমাগুলি আমবাগানে রেখেছিল তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। 

অন্যদিকে, এদিনই বোমা বাধতে গিয়ে আরও এক ব্যক্তির জখম হওয়ার খবর এসেছে প্রকাশ্যে। নমিনেশন পরবর্তী সময়ে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১নম্বর ব্লকের ঘোড়াদলের দোহাকন্দ এলাকায় বোমা বাধতে গিয়ে গুরুতর জখম হন আরিফ হোসেন নামে এক যুবক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযোগ, সোমবার ভোররাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে বোমা বাধার কাজ করছিল ওই যুবক। সেই সময় হঠাৎ একটি বোমা ফেটে বিপত্তি ঘটে। বোমার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। শুধু তাই নয়, লোকজন দৌড়ে আসলে সঙ্গে থাকা বাকি যুবকরা পালিয়ে যায় ঘটনাস্থল ছেড়ে। তবে আহত ওই যুবককে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।