রেশন অফিসে হানা মেয়র পরিষদের

রেশন অফিসারকে ধমক মিতালির

রেশন অফিসে হানা মেয়র পরিষদের

রাজ্য জুড়ে যখন রেশন দুর্নীতি নিয়ে তুমুল চর্চা, তার মাঝেই আচমকা রেশন অফিসে হানা মেয়র পরিষদের। দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের রেশন অফিসে  মেয়র পরিষদ মিতালি বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর 12 টা নাগাদ হাজির হন তিনি। তিনি সটান চলে যান টালিগঞ্জ এর রেশন অফিস ইনচার্জ এর কাছে। একাধিক অভিযোগ ছিল রেশন অফিসারের বিরুদ্ধে। কার্যত এদিন রীতিমত রেশন অফিসারকে ধমক দেন  মিতালি বন্দ্যোপাধ্যায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন রেশন অফিসার।