NRS Hospital: মাঝরাতে জুনিয়র ডাক্তারদের বেধড়ক মার, ধৃত ৩ নির্মাণ শ্রমিক

 NRS-এ নতুন নির্মীয়মান বিল্ডিং-এর শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ। জুনিয়র চিকিৎসকরা ওই বিল্ডিং-এ অশালীন কাজ করছিল বলে দাবি শ্রমিকদের। বিস্তারিত পড়ুন...

NRS Hospital: মাঝরাতে জুনিয়র ডাক্তারদের বেধড়ক মার, ধৃত ৩ নির্মাণ শ্রমিক
NRS Hospital (নিজস্ব চিত্র)।

ট্রাইব টিভি ডিজিটাল: মঙ্গলবার মধ্যরাতে শিয়ালদহের NRS হাসপাতালে ধুন্ধুমার পরিস্থিতি। মাঝরাতে ইন্টার্ন চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠল হাসপাতালের নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত ৩ জনকে রাতেই গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। ধৃতদের বুধবার পেশ করা হবে শিয়ালদহ অআদালতে (Sealdah Court)। সূত্রের খবর, NRS হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের পেটানোর অভিযোগ উঠেছে ধৃত শ্রমিকদের বিরুদ্ধে। 

জানা গিয়েছে,  NRS-এ নতুন নির্মীয়মান বিল্ডিং-এর শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ। জুনিয়র চিকিৎসকরা ওই বিল্ডিং-এ অশালীন কাজ করছিল বলে দাবি শ্রমিকদের। তারপরই জুনিয়র চিকিৎসকদের ঘিরে ধরে মারধরের অভিযোগ শ্রমিকদের বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর, একজন অভিযোগকারী যিনি এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ইন্টার্ন ডাক্তার হিসেবে কর্মরত।

তিনি এন্টালি থানায় অভিযোগ করেছেন যে 22.11.2023 তারিখে, প্রায় রাত ১২ টা ৫ নাগাদ অভিজিৎ ঘোষ, প্রসেনজিৎ ঘোষ এবং পূর্ণেন্দু বিশ্বাস নামের এই ৩ অভিযুক্ত অভিযোগকারী সহ তার আরো দুই সহকর্মীকে শারীরিকভাবে হেনস্থা ও গালিগালাজ করেন। NRS মেডিকেল কলেজে হাসপাতালের নতুন নির্মীয়মান বিল্ডিং-এর সামনে। শুধু তাই নয়, আরও জানা গিয়েছে, ইন্টার্ন চিকিৎসকরা FIR-এ যাদের নামে অভিযোগ জানিয়েছেন গতকাল রাতেই তাঁদের গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। ধৃতদের বুধবার শিয়ালদহ আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।