দুর্নীতি ইস্যুতে ফের হুঙ্কার মোদির, ইস্তেহার প্রকাশেও মোদির নিশানায় বিরোধীরা

'গরিবদের লুট করেছে যারা, তারা এখন জেলে' রবিবার ইস্তেহার প্রকাশের পর ফের বিরোধীদের নিশানা মোদির। জানুন বিস্তারিত...

দুর্নীতি ইস্যুতে ফের হুঙ্কার মোদির, ইস্তেহার প্রকাশেও মোদির নিশানায় বিরোধীরা
Narendra Modi

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রথম দফা ভোটের ৪ দিন আগে ইস্তেহার প্রকাশ বিজেপির। নির্বাচনের ইস্তেহার প্রকাশের পরও নরেন্দ্র মোদির মুখে দুর্নীতি ইস্যু। দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে কড়া পদক্ষেপই 'মোদির গ্যারান্টি', দুর্নীতি ইস্যুতে ফের হুঙ্কার নরেন্দ্র মোদির। 'গরিবদের লুট করেছে যারা, তারা এখন জেলে' রবিবার ইস্তেহার প্রকাশের পর ফের বিরোধীদের নিশানা মোদির।   

লোকসভার মুখে একাধিক জনসভায় নরেন্দ্র মোদির আক্রমণের কেন্দ্রবিন্দুতে থেকেছে দুর্নীতি ইস্যু। বাংলায় এসেও শাসক দল তৃণমূলকে আক্রমণ করেছেন মোদি। এবার নির্বাচনী ইস্তেহার প্রকাশের পর ফের দুর্নীতিকে হাতিয়ার করে বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: https://www.tribetv.in/BJP-releases-manifesto-Sankalp-Patra-for-Lok-Sabha-Election-2024

'গত দশ বছরে দুর্নীতির বিরুদ্ধে কড়া আইন এনেছে BJP', দাবি প্রধানমন্ত্রীর। 'মোদি সরকার দুর্নীতিতে জড়িতদের জেলে ভরতে থাকবে', ইস্তেহার প্রকাশের পর ফের হুঙ্কার নরেন্দ্র মোদির। বিজেপির প্রধান বিরোধী দল INDIA জোট-কেও নিশানা করতে ছাড়েননি মোদি।