বারুদের স্তুপে নানুর, পঞ্চায়েত ভোটের আগে উদ্ধার বিপুল পরিমাণ তাজা বোমা

শ্রীনিকেতন ব্লকের লোহাগড় গ্রামে দুই ড্রাম তাজা বোমা মাঠে পড়ে থাকতে দেখেন স্থানীয় গ্রামবাসীরা। ড্রামে বোমা রয়েছে বুঝতে পেরে গ্রামবাসীরাই পুলিশকে ফোন করে বিষয়টি জানান।

বারুদের স্তুপে নানুর, পঞ্চায়েত ভোটের আগে উদ্ধার বিপুল পরিমাণ তাজা বোমা
উদ্ধার ড্রামভর্তি তাজা বোমা

ট্রাইব টিভি ডিজিটাল: সদ্য শেষ হয়েছে নমিনেশন গ্রহণ প্রক্রিয়া। কয়েকদিন পরই রাজ্যে পঞ্চায়েত ভোট। আর এরই মধ্যে ফের বীরভূমের নানুরে উদ্ধার তাজা বোমা। বীরভূমের নানুরে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, নানুরের ব্রাহ্মণ খন্ড গ্রাম থেকে ড্রাম ভরতি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ড্রামের ভিতর ১৫ থেকে ২০টি তাজা বোমা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণ খন্ড গ্রামের একটি পুকুর পাড় থেকে বোমাগুলিকে উদ্ধার হয়। তবে কে বা কারা এই বোমাগুলি রেখেছিল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

এছাড়াও এদিন শ্রীনিকেতন ব্লকের লোহাগড় গ্রামে দুই ড্রাম তাজা বোমা মাঠে পড়ে থাকতে দেখেন স্থানীয় গ্রামবাসীরা। ড্রামে বোমা রয়েছে বুঝতে পেরে গ্রামবাসীরাই পুলিশকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। গোটা ঘটনায় আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। এদিকে রাজ্য পঞ্চায়েত ভোটের মুখে জগৎবল্লভপুরে আই এস এফ তৃণমূলের সংঘর্ষ ও বোমাবাজি আহত একাধিক। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। জগৎবল্লভপুরের ইছানগরীতে একটি প্রাইমারি স্কুলে আইএসএফের মিটিং চলাকালীন সময় তৃণমূলের সঙ্গে বচসা  ও সংঘর্ষ সম্পূর্ণ ঘটনা তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।