প্রাণ সংশয়ের আশঙ্কা, সোহমের বিরুদ্ধে আদালতে হোটেলের মালিক

কামারহাটির তৃণমূল বিধায়কের দাবি, সোহমের মতন ভালো ছেলে হয় না। প্রয়োজনে তার হয়ে তিনি বেল করাতে পারেন। যে ঘটনা ঘটিয়েছে সেটা অবশ্যই অন্যায় কিন্তু এই নিয়ে এত লাফালাফি করার কিছু নেই। জানুন বিস্তারিত...

প্রাণ সংশয়ের আশঙ্কা, সোহমের বিরুদ্ধে আদালতে হোটেলের মালিক
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার আরও বিপাকে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সোহমের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ রেস্তোরাঁর মালিক। কলকাতা হাইকোর্টে মামলা করলেন হোটেলের মালিক আনিসুল আলম। আনা হল পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। আগামী শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা।

নিউ টাউনের রেস্তরাঁর মালিককে মারধরের ঘটনায় চন্ডিপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন হোটেলের মালিক আনিসুল আলম। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। রেস্তোরাঁ মালিক আনিসুল আলমের দাবি, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। পুলিশ সোহমের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করছে না। আনিসুলের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল এবং পরিবারকে হুমকি দিচ্ছেন সোহম। 

আরও পড়ুন: https://tribetv.in/Supti-pandey-selected-as-tmc-candidate-in-by-election-2024-from-maniktala

আরও জানা গিয়েছে, পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। তাই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর তরজা। সোহমের এই ঘটনার নিন্দা করেছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। তাতে আবার তৃণমূলের বিধায়ক মদন মিত্র সোহমের পাশে দাঁড়িয়ে দেবকে একহাত নিতে ছাড়েনি।

আরও পড়ুন: https://tribetv.in/Sukanata-Majumdar-and-shantanu-thakur-take-oath-as-modi-cabinet-minister

কামারহাটির তৃণমূল বিধায়কের দাবি, সোহমের মতন ভালো ছেলে হয় না। প্রয়োজনে তার হয়ে তিনি বেল করাতে পারেন। যে ঘটনা ঘটিয়েছে সেটা অবশ্যই অন্যায় কিন্তু এই নিয়ে এত লাফালাফি করার কিছু নেই। সোহমের বিরুদ্ধে দেবের মন্তব্য নিয়ে রীতিমতন তোপ দেগেছেন মদন মিত্র। তার দাবি দেব সিনেমার সাংসদ। সিনেমা না করলে কোনও দিনই তিনই সাংসদ হতে পারতেন না। বুধবার ফের দেব-সোহম ইস্যুতে সরব হলেন তৃণমূল বিধায়ক। শুধুমাত্র মদন মিত্রই নয়, এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন সদ্য জয়ী হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও।