Abhishek Banerjee News: পিছল অভিষেক মামলার শুনানি, বিচারপতি অমৃতা সিনহাকে চ্যালেঞ্জ

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার তদন্তে আজ ৩ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি।

Abhishek Banerjee News: পিছল অভিষেক মামলার শুনানি, বিচারপতি অমৃতা সিনহাকে চ্যালেঞ্জ
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে পিছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। কলকাতা হাইকোর্টে বুধবার Abhishek Banerjee মামলার শুনানি। সূত্রের খবর, ইডির তলবে মঙ্গলবার যে অভিষেক হাজিরা দেবেন না, তা আগে কেন লিখিতভাবে ইডিকে জানানো হয়নি? প্রশ্ন তুললেন বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি মঙ্গলবার হচ্ছে না। একদিন পিছিয়ে তা হবে আগামীকাল বুধবার। মঙ্গলবার দুপুর ১২.৩০ টায় এই মামলার শুনানির কথা ছিল। ফাইলিং সেকশন থেকে সংশ্লিষ্ট মামলার কপি ডিভিশন বেঞ্চে আসেনি বলে শুনানি এক দিন পিছিয়ে দিতে হয়েছে। সেই সঙ্গে কেন ইডিকে হাজিরা এড়ানোর কথা জানানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি সৌমেন সেন। অভিষেক আজ ইডির হাজিরা এড়াবেন, তা আগেই কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিয়ে জানানো উচিত ছিল বলে মন্তব্য করেছে ডিভিশন বেঞ্চ। 

বিচারপতি সেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কিশোর দত্তর কাছে জানতে চান, 'আপনার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, তা তদন্তকারী সংস্থাকে জানিয়েছিলেন? কেন জানাননি? আপনি যে যাবেন না সেটাকে ইডিকে লিখিতভাবে জানানো উচিত ছিল।’ উত্তরে অভিষেকের আইনজীবী বলেন, ‘প্রত্যেক বার বেছে বেছে আমার মক্বেলের রাজনৈতিক কর্মসূচির দিনই তাঁকে তলব করা হয়। এর আগেও তিনি হাজিরা দিয়েছেন। এমনকি, এই মামলায় ইডির তদন্তকারী অফিসারকে আদালতের নির্দেশে অপসারণ করা হয়েছে।’ তার পরই বিচারপতি বলেন, 'মামলার সব পক্ষকে প্রতিলিপি দিন। এবং এই মামলার শুনানি বুধবার হবে।' 

এদিকে, নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার তদন্তে আজ ৩ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। দিল্লিতে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তিনি যে হাজিরা দেবেন না, তা আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু গত শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডির তদন্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি তদন্তকারী অফিসার মিথিলেশ মিশ্রকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন। এবং যত দ্রুত সম্ভব নতুন যোগ্য তদন্তকারী অফিসার নিয়োগেরও নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছিলেন, কোনও ভাবেই যাতে ৩ অক্টোবরের তদন্তপ্রক্রিয়া ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে। তার জন্য যে কোনও পদক্ষেপ করতে পারবে কেন্দ্রীয় সংস্থা।

 এবার বিচারপতি সিনহার নির্দেশের ব্যাখ্যা চেয়ে মঙ্গলবার অভিষেক হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার ইডির (ED) হাজিরা এড়ানোর আবেদনও ডিভিশন বেঞ্চে জানিয়েছেন তিনি। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। অভিষেকের আইনজীবীর দাবি, বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছেন তার সঙ্গে সরাসরি অভিষেক কোনভাবেই যুক্ত নন। এই নির্দেশ অভিষেকের অধিকার ও সার্থকে সরাসরি প্রভাবিত করছে। তাঁর আরও অভিযোগ, ইডির তদন্তপ্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি নির্দিষ্ট ভাবে অভিষেক এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ইডিকে পদক্ষেপ নিতে বলেছেন। পদক্ষেপ না নিলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের হুমকিও দিয়েছেন।

 এ ভাবে বিচারপতি সিনহা ভয়ের পরিবেশ তৈরি করছেন বলে দাবি অভিষেকের আইনজীবীর।ইডি তাঁর কাছ থেকে যে নথি চেয়েছে, তা অনেক দিনের পুরনো। তা জোগাড় করতে আরও কিছুটা সময় দরকার। এই সমস্ত কারণেই হাজিরা এড়াতে চেয়েছেন অভিষেক। আদালতের ধমক খেয়ে ৩ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি। সিজিও কমপ্লেক্সে হাজিরা না দেওয়ার জন্য ইডি তাঁর বিরুদ্ধে যাতে কোনরকম কড়া পদক্ষেপ নিতে না পারে, তারই কৌশল হিসেবে বিচারপতির সিনার নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক ডিভিশন বেঞ্চের দারস্ত হয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগামী ১০ অক্টোবর বিচারপতি অমৃতা সিনার এজলাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন অভিষেক।