বন্যা পরিস্থিতি কাটলেও পরিষেবা নেই পানীয় জল-বিদ্যুতের, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আর কতদিন এমন নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাদের। সোমবার সকাল থেকে দফায় দফায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বন্যাদুর্গত এলাকার মানুষদের। জানুন বিস্তারিত...

বন্যা পরিস্থিতি কাটলেও পরিষেবা নেই পানীয় জল-বিদ্যুতের, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের
পানীয় জল ও বিদ্যুতের দাবিতে রাজ্য সড়ক অবরোধ

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাঁচদিন গোটা এলাকা জলমগ্ন থাকার পর একটু একটু করে নামতে শুরু করেছে বন্যার জল। এখনও পানীয় জল ও বিদ্যুতের পরিষেবা নেই। দিন কাটছে অন্ধকারে। এবার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলে পানীয় জল ও বিদ্যুতের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। 

বন্যার জল ধীরে ধীরে কমে স্বাভাবিক পরিস্থিতির দিকে একটু একটু করে এগোলেও জেলার কিছু অংশ এখনও অন্ধকারে ঢাকা। নেই পানীয় জল, নেই বিদ্যুৎ। সরাসরি অভিযোগের আঙুল উঠছে প্রশাসনিক ব্যর্থতার দিকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আর কতদিন এমন নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাদের। এই কারণেই সোমবার সকাল থেকে দফায় দফায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বন্যাদুর্গত এলাকার মানুষদের। 

আরও পড়ুন: https://www.tribetv.in/RG-Kar-hospital-case-hearing-date-changed-plea-will-be-heard-on-30-September 

জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সামাট এলাকা। বন্যা পরিস্থিতির কারনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা। এবার পানীয় জল ও বিদ্যুতের দাবিতে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বন্যাকবলিত সামাট এলাকার মানুষজন। ঘটনার খবর যায়, দাসপুর থানায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ।

ডিভিসির ছাড়া জলে ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। জলমগ্ন ঘাটাল, পাঁশকুড়া সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গা। বাঁকুড়া, হুগলি ও হাওড়ার কিছু অংশতেও বইছে জলের স্রোত। তবে বৃষ্টি কিছুটা কমলেও কমেনি জলস্তর। বন্যাদুর্গত এলাকায় পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে একাধিক নেতৃত্বরা। তবে এবার একটু একটু করে নামতে শুরু করেছে জলস্তর।