WB By Election 2024: শান্তিপূর্ণ উপনির্বাচনে মরিয়া কমিশন, বুধে ৭০ কোম্পানির নজরদারিতে ভোট বাংলায়

চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের জন্য রায়গঞ্জে থাকছে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রানাঘাটে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাগদায় ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং মানিক তলায় থাকছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরও জানুন...

WB By Election 2024: শান্তিপূর্ণ উপনির্বাচনে মরিয়া কমিশন, বুধে ৭০ কোম্পানির নজরদারিতে ভোট বাংলায়
ফাইল চিত্র।।

অভ্রদ্বীপ দাস, কলকাতা: বুধবার রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ করতে চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য বাড়ানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। অতিরিক্ত আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে রায়গঞ্জে অতিরিক্ত আরও চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে। একই সঙ্গে রানাঘাটে আরও ৪ কোম্পানি, বাগদায় ৪ কোম্পানি এবং মানিকতলায় অতিরিক্ত আরও ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ চার বিধানসভা উপনির্বাচনের জন্য রাজ্যে থাকছে মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

সুষ্ঠু ভাবে নির্বাচন মেটাতে এর আগে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন এবং সেই মতো বাহিনী মোতায়ন করা হয়েছিল। তবে রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলার পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে করা যায় সেই জন্য আরও অতিরিক্ত ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

অর্থাৎ চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের জন্য রায়গঞ্জে থাকছে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রানাঘাটে থাকছে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাগদায় থাকছে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং মানিক তলায় থাকছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ১০ জুলাই উপনির্বাচন শেষ হয়ে গেলে অতিরিক্ত কোনও কোম্পানি আবার নিজের জায়গায় ফিরে যাবে বলেও জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠিতে। উল্লেখ্য, ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে ১৪ কোম্পানি, বিএসএফ থাকবে ১৯ কোম্পানি, সিআইএসএফ থাকবে ১০ কোম্পানি, আইটিবিপি থাকবে ১৪ কোম্পানি এবং এসএসবি থাকবে ১৩ কোম্পানি।

আরও পড়ুন : https://tribetv.in/Youth-allegedly-died-due-to-allegation-of-mass-beating-at-Sundarbans-areas

লোকসভা নির্বাচনের মতোই উপনির্বাচনেও প্রতিটি বুথে এআই-এর সাহায্যে পরিচালিত ওয়েব কাস্টিংয়ের ওপরই ভরসা করছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ৪ বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের ১০৯৭টি বুথেই হচ্ছে ওয়েব কাস্টিং। কোনও শ্যাডো জোন থাকছে না।

আরও পড়ুন : https://tribetv.in/Video-of-alleged-beating-by-TMC-goons-in-Kamarhati-club-sparks-new-controversy

একইসঙ্গে, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ওয়েব কাস্টিংয়ের ক্ষেত্রে যে নিয়মগুলি মেনে চলা হয়েছিল সেই নিয়ম মেনেই করা হবে নজরদারি। এমনটাই খবর কমিশন সূত্রে। অর্থাৎ, স্ন্যুজ মোডের সময় বাড়ানো থাকছে। একটি বুথের মধ্যে সর্বোচ্চ শব্দের পরিমাপ ৭০ ডেসিবেলের থেকে বেশি সেট করা থাকছে এবং একটি বুথে সর্বাধিক কত জন মানুষ থাকতে পারবেন সেই সংখ্যা দশ থেকে বাড়িয়ে ১৫ বা ২০ করা থাকছে।