ফের লাইনচ্যুত দূরপাল্লার ট্রেন, বেলাইন সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা

ট্রেনটি জব্বলপুর থেকে ছাড়ার পর দুর্ঘটনা ঘটে। জব্বলপুর থেকে মাত্র ২০০ মিটার দূরে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। জানুন বিস্তারিত...

ফের লাইনচ্যুত দূরপাল্লার ট্রেন, বেলাইন সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা
লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের বেলাইন দূরপাল্লার ট্রেন। ব্রেক কষেও হল না শেষরক্ষা। মধ্যপ্রদেশের জব্বলপুর স্টেশনে প্রবেশের মুখে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেসের একাধিক কামরা। জানা গিয়েছে মধ্যপ্রদেশের জব্বলপুর স্টেশনে পৌঁছনোর ২০০ মিটার আগেই লাইনচ্যুত হয় দুটি কামরা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কোনও রকম হতাহতের খবর নেই।   

শনিবার ভোর ৫টা ৫০ নাগাদ  লাইনচ্যুত হয়ে গেল সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা। জবলপুর স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কথা ছিল ট্রেনটির। স্টেশনে ঢোকার মুখে খুব ধীরে ধীরে গড়াচ্ছিল ট্রেনের চাকা। সে সময় আচমকাই ট্রেনের সামনের দিকের দু'টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। ফলে ট্রেনের গতি কম থাকায় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। যাত্রীদের কারও কোনও চোট লাগেনি বলেও জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: https://tribetv.in/CBI-found-out-a-new-bunglow-of-Sandip-Ghosh-at-canning-areas

মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে গুজরাতের সোমনাথ পর্যন্ত যায় সোমনাথ এক্সপ্রেস। এদিন সকালে ট্রেনটি জব্বলপুর থেকে ছাড়ার পর দুর্ঘটনা ঘটে। জব্বলপুর থেকে মাত্র ২০০ মিটার দূরে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। ঠিক মাঝের দুটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে খুব বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ফের রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পরপর রেল দুর্ঘটনা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু সরকার কি তাতে আদৌ নড়েচড়ে বসছে? এ বিষয়ে এখনও পর্যন্ত রেলমন্ত্রীর তরফে বিবৃতি পাওয়া যায়নি।