স্বাধীনতা দিবসের আগে উত্তপ্ত ভূস্বর্গ , সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে, উরির ধাঁচে হামলার ছক বানচাল করল সেনা। রাষ্ট্রীয় রাইফেলেসের সঙ্গে এনকাউন্টারে খতম দুই জঙ্গি।

স্বাধীনতা দিবসের আগে উত্তপ্ত ভূস্বর্গ , সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি

ট্রাইব টিভি ডিজিটাল: রক্ষাবন্ধনের সকালে রক্তাত্ত ভূস্বর্গ। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে, উরির ধাঁচে হামলার ছক বানচাল করল সেনা। রাষ্ট্রীয় রাইফেলেসের সঙ্গে এনকাউন্টারে খতম দুই জঙ্গি। শহিদ হয়েছেন ৩ ভারতীয় জওয়ানও। 

জানা গিয়েছে, আহত আরও ২ জন। বৃহস্পতিবার ভোররাতে রাজৌরির পারগল সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলার চেষ্টা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেনা ক্যাম্পের কাঁটাতারের বেড়া টপকে ভিতরে যাওয়ার চেষ্টা চালায় তারা। তাদের অবস্থান টের পেয়ে যাওয়ায় পালটা অভিযানে নামে ১১ রাষ্ট্রীয় রাইফেলস। 

দু'পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। তাতেই নিকেশ হয় ২ জঙ্গি। যদিও গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৩ ভারতীয় জওয়ান।' সূত্রের খবর, বুধবার কাশ্মীরের বুদগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন লস্কর ই তৈবা জঙ্গিকে খতম করা হয়।

নিহত সন্ত্রাসীদের মধ্যে একজন বেসামরিক নাগরিক রাহুল ভাট এবং আমরিন ভাট হত্যার সঙ্গে জড়িত ছিল। এদিকে বৃহস্পতিবারের ঘটনায় স্থানীয় থানা থেকে পাঠানো হয়েছে অতিরিক্ত বাহিনী। নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। পাশাপাশি এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও সন্ত্রাসবাদী সংগঠন।