Lok Sabha Election Poll: মাত্র ৪ ঘন্টায় ভোটের হার ৩২%, আরামবাগের ভোটবন্যা ছাপিয়ে গেল উলুবেড়িয়াকে

বাংলার সাত কেন্দ্রের মধ্যে পঞ্চম দফায় সকাল ১১টা পর্যন্ত ভোটের হারে এগিয়ে আরামবাগ। প্রথম দু'ঘন্টায় উলুবেড়িয়া এগিয়ে থাকলেও ৪ ঘন্টায় হিসেবে আরামবাগের ভোটবন্যা ছাপিয়ে গেল উলুবেড়িয়াকে। জানুন বিস্তারিত...

Lok Sabha Election Poll: মাত্র ৪ ঘন্টায় ভোটের হার ৩২%, আরামবাগের ভোটবন্যা ছাপিয়ে গেল উলুবেড়িয়াকে
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সকাল ৯টার পর ১১টার হিসেবেও বাংলার ভোটের হার দেশে সর্বোচ্চ। মাত্র ৪ ঘন্টায় ৩২ শতাংশের বেশি ভোট পড়ল পশ্চিমবঙ্গে। বাংলার সাত কেন্দ্রের মধ্যে পঞ্চম দফায় সকাল ১১টা পর্যন্ত ভোটের হারে এগিয়ে আরামবাগ (Arambag)। প্রথম দু'ঘন্টায় উলুবেড়িয়া এগিয়ে থাকলেও ৪ ঘন্টায় হিসেবে আরামবাগের ভোটবন্যা ছাপিয়ে গেল উলুবেড়িয়াকে (Uluberia)।   

লোকসভা যুদ্ধের সাত দফার মধ্যে চার পর্ব শেষ। সোমবার দেশজুড়ে চলছে চব্বিশের মহারণের (Lok Sabha Election 2024) পঞ্চম দফা। পশ্চিমবঙ্গের সাত কেন্দ্র সহ দেশের মোট ছটি রাজ্য বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং ২ কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখে মোট ৪৯ আসনে চলছে ভোটগ্রহণের মহাপর্ব। একঝাঁক তারকা প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণ। বাংলার সাত কেন্দ্র উলুবেড়িয়া, শ্রীরামপুর, হাওড়া, হুগলি, আরামবাগ, বনগাঁ ও বারাকপুরে চলছে নির্বাচন। সকাল থেকেই উত্তপ্ত একাধিক বাংলার কেন্দ্র। নির্বাচন কমিশনে (Election commission) অভিযোগের পাহাড় শাসক থেকে বিরোধী দলের। 

আরও পড়ুন:  https://tribetv.in/PM-Modi-targets-tmc-and-indi-alliance-over-corruptions-issue-ahead-of-lok-sabha-election-campaigns-7475

বাংলার সাত কেন্দ্রে ভোট গ্রহণে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ জমা পড়েছে কমিশনে। তার মধ্যেও বজায় রয়েছে ভোটদান (Election Poll)। ভোট গ্রহণের নিরিখে বাংলা দেশের প্রথম স্থানে। সকাল ১১টা পর্যন্ত ভোটের হারে সর্বোচ্চ স্থানে আরামবাগ। প্রথম দু'ঘন্টায় পিছিয়ে থাকলেও, পরবর্তীতে এগিয়ে গেছে আরামবাগ। মাত্র ৪ ঘন্টায় আরামবাগে ভোট পড়েছে ৩৬.২১ শতাংশ। প্রথম দু'ঘন্টা হাওড়ার ১৭৬ নম্বর বুথে ভোটগ্রহণ বন্ধ থাকলেও সকাল ১১টা পর্যন্ত ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে হাওড়া (Howrah) লোকসভা কেন্দ্রে।  

আরও পড়ুন: https://tribetv.in/Thunderstorms-rain-alert-in-fifth-phase-in-Lok-Sabha-at-Bengal

বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সকাল ১১'টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩২.৭০ শতাংশ। বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৩১.৮১ শতাংশ। বারাকপুরে কেন্দ্রে ভোট পড়েছে ২৯.৯৯ শতাংশ। হাওড়া লোকসভা কেন্দ্রে ভোটের হার ৩০.৮৯ শতাংশ। উলুবেড়িয়া কেন্দ্রে ভোট পড়েছে ৩৩.৯৮ শতাংশ। শ্রীরামপুর কেন্দ্রে ভোট পড়েছে ৩১.৭৪ শতাংশ। হুগলি কেন্দ্রে ভোটের হার ৩৩.৭৮ শতাংশ। সকাল ১১'টা পর্যন্ত আরামবাগে সবথেকে বেশি ভোট পড়েছে। আরামবাগ কেন্দ্রে ভোটের হার ৩৬.২১ শতাংশ।