Bratya Basu: রাজ্যের হাতে পুনরায় ফিরিয়ে দেওয়া হোক জয়েন্ট পরীক্ষার ভার, NEET দূুর্নীতিতে সরব ব্রাত্য

আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি। যারফলে পিছিয়ে গেল ২০২৪ সালের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির কাউন্সেলিং প্রক্রিয়া। জানুন বিস্তারিত...

Bratya Basu: রাজ্যের হাতে পুনরায় ফিরিয়ে দেওয়া হোক জয়েন্ট পরীক্ষার ভার, NEET দূুর্নীতিতে সরব ব্রাত্য
ফাইল চিত্র।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় দুর্নীতি নিয়ে দেশজুড়ে বিতর্ক অব্যাহত। নিট দুর্নীতির শিকর কতদূর গিয়ে পৌঁছেছে তা জানতে ইতিমধ্যে CBI-এর হাতে তদন্তভার তুলে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি। এদিকে শনিবার অনির্দিষ্টকালের জন্য NEET-UG কাউন্সেলিং পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে।

আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি। যারফলে পিছিয়ে গেল ২০২৪ সালের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির কাউন্সেলিং প্রক্রিয়া। আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে এর আগে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছিল শনিবার অর্থাৎ ৬ জুলাই থেকে নিট-ইউজির কাউন্সেলিং শুরু হবে। বর্তমানে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। 

আরও পড়ুন: https://tribetv.in/NEET-UG-Counseling-has-been-declined-due-to-further-notice-by-supreme-court

এদিকে দেশজুড়ে নিট-ইউজি কাউন্সেলিং স্থগিত হতেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''কেন্দ্রীয় সরকার রাজ্যের হাত থেকে সব ক্ষমতা কিনে নিতে চাইছিল, সেই কারণেই যে যে রাজ্যে বিজেপি নেই তাদের যেভাবে পর্যদাস্ত করতে চাইছিল। এটা একটা তার ঐতিহাসিক প্রতিক্রিয়া। যে নিট এ বছর মেডিকেলে কাউন্সিলিং তারা করতে পারছে না।'' 

আরও পড়ুন: https://tribetv.in/Know-the-full-weather-forecast-and-rain-update-of-next-few-days

ব্রাত্য বসু বলেন,  ''সেই জয়াগায় দাড়িয়ে আমি আমার পুনঃদাবি তুলবো যে ২০১৬-১৭ এর আগে এটা যেমন রাজ্য সরকারের হাতে ছিল তাই ফিরিয়ে দেওয়া হোক। আমরা স্বচ্ছতার সঙ্গে অনলাইনের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করব। আমার বিশ্বাস আমাদের জয়েন এন্ট্রান্স বোর্ড তা করতে পারবে। আমি আমার পুনর দাবি তুলবো যে ২০১৬-১৭ এর আগে এটা কেমন রাজ্য সরকারের হাতে ছিল তাই ফিরিয়ে দেওয়া হোক আমরা স্বচ্ছতার সঙ্গে অনলাইনের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করব। আমার বিশ্বাস আমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তা করতে পারবে।''