চার শিশুর মর্মান্তিক মৃত্যু, চোপড়া যাচ্ছেন রাজ্যপাল বোস

চোপড়াকাণ্ডে কড়া শাস্তির দাবি জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গত মঙ্গলবার এনিয়ে পদক্ষেপ করতে ১২ সদস্যের প্রতিনিধি দল গড়ে তৃণমূল। জানুন বিস্তারিত...

চার শিশুর মর্মান্তিক মৃত্যু, চোপড়া যাচ্ছেন রাজ্যপাল বোস
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুতে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার রাতেই ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। সোমবার রাতে শিয়ালদহ স্টেশন থেকে দার্জিলিং মেলে চড়ে চোপড়ার উদ্দেশে রওনা দেবেন রাজ্যপাল। সন্দেশখালির ঘটনা নিয়ে হইচই করলেও কেন চোপড়ার দিকে নজর নেই কেন্দ্রের, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসক শিবির (TMC)। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দ্বারস্থও হয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। তারই মাঝে এবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

উত্তর দিনাজপুরের চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশি নালা ছিল। তা সম্প্রসারণের জন্য জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছিল। বিএসএফের (BSF) অধীনে ‘নো ম্যানস ল্যান্ডে’ কেন্দ্রের সিপিডব্লিউডি রাস্তার পাশে মাটি তুলছিল। নতুন করে নালা তৈরির কাজ চলছিল। এলাকার সেই কাজ দেখতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ওই সময় ৬ থেকে ১৪ বছরের বাচ্চারা খেলছিল সেখানে। খেলতে খেলতেই নালায় পড়ে গিয়ে মৃত্যু হয় ৪ জনের। এর পরই এই মৃত্যুর জন্য বিএসএফের অসাবধানতাকে দায়ী করে তোপ দাগতে শুরু করে তৃণমূল। যদিও সূত্রের খবর, বিএসএফ দাবি করেছে যে নালা সম্প্রসারণের কাজের দায় তাদের নয়। তবে একসঙ্গে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যুতে কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধেই বারবার আঙুল তুলে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 

আরও পড়ুন: https://www.tribetv.in/National-Commission-for-women-visited-in-wb-to-see-the-scenario-of-sandeshkhali

সোশাল মিডিয়ায় সরব হন শাসকদলের নেতারা। কড়া শাস্তির দাবি জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গত মঙ্গলবার এনিয়ে পদক্ষেপ করতে ১২ সদস্যের প্রতিনিধি দল গড়ে তৃণমূল। ওই প্রতিনিধি দলে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, ব্রাত্য বসু, শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, গৌতম দেব, দোলা সেন, প্রতিমা মণ্ডল, জগদীশ বর্মা বসুনিয়া এবং কুণাল ঘোষ। সূত্রের খবর, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, চোপড়া গিয়ে তাঁরা সন্তানহারা পরিবারদের সঙ্গে কথা বলবে। তবে তারমধ্যেই রাজ্যপালের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।