ফের গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, মর্মান্তিক পরিণতি যুবকের

আজ সকালে স্থানীয়রা ওই যুবককে গঙ্গায় ঝাঁপ দিতে দেখে পুলিশকে খবর দেন। উত্তর বন্দর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা এসেও যুবককে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জানুন বিস্তারিত...

ফের গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, মর্মান্তিক পরিণতি যুবকের
ফাইল চিত্র।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর বন্দর থানার আহিরীটোলা ঘাটের কাছে। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম সুমেশ দাশ। আজ সকালে স্থানীয়রা ওই যুবককে গঙ্গায় ঝাঁপ দিতে দেখে পুলিশকে খবর দেন। উত্তর বন্দর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা এসেও যুবককে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

অন্যদিকে, আর্থিক বিবাদের জেরে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে মালদহ মেডিকেল কলেজ এরপর কলকাতা স্থানান্তরিত করা হয়। কলকাতার হাসপাতালেই তার মৃত্যু হয়। মালদহের কালিয়াচক থানার সুজাপুর সাহান পাড়া এলাকার ঘটনা।

আরও পড়ুন: https://tribetv.in/Eastern-Railway-is-constructing-foot-over-bridges-for-53-stations

এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ একজনকে আটক করলেও বাকিরা ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ফরিদ শেখ (৫৬)। অভিযোগের তীর ওই এলাকারই বাসিন্দা আসমাউল শেখ ও জামিল শেখ সহ তার দলবলের বিরুদ্ধে। জানা গিয়েছে, আর্থিক  বিবাদ ছিল। এ নিয়ে গ্রামে বসে সালিশি সভা। আর সেখানে যাওয়ার পথে এই ব্যক্তিকে  মারধর করে অভিযুক্তরা। গুরুতর আহত হয়ে যায় ওই ব্যক্তি। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরির অভিযোগ, বর্তমান শাসক দলের কোো ব্যবস্থা নেয় না অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনা তারই উদাহরণ।