BJP: ‘‌দিদির সুরক্ষা কবচ’–এর পাল্টা বিজেপির ‘গ্রামে চলো’ ডাক, চাপ কি বাড়ল দলে?‌

তৃণমূল কংগ্রেস গ্রামে মানুষের সামনে যাবে উন্নয়ের ডালি নিয়ে। সেখানে কেন্দ্রীয় সরকারে থেকে গ্রামীণ আর্থ–সামাজিক কোনও উপকারে আসেনি বিজেপি। শুধু দুর্নীতির কথা বলে ভোট পাওয়া সম্ভব নয়। সেটা বুঝেই কেন্দ্রীয় নেতারা নির্দেশ দেন। আর তারপরই এই নির্দেশ শুভেন্দু অধিকারী পেয়ে পাল্টা গ্রামে চলো ডাক ছাড়েন।

BJP: ‘‌দিদির সুরক্ষা কবচ’–এর পাল্টা বিজেপির ‘গ্রামে চলো’ ডাক, চাপ কি বাড়ল দলে?‌
তৃণমূল কংগ্রেস গ্রামে মানুষের সামনে যাবে উন্নয়ের ডালি নিয়ে। সেখানে কেন্দ্রীয় সরকারে থেকে গ্রামীণ আর্থ–সামাজিক কোনও উপকারে আসেনি বিজেপি। শুধু দুর্নীতির কথা বলে ভোট পাওয়া সম্ভব নয়। সেটা বুঝেই কেন্দ্রীয় নেতারা নির্দেশ দেন। আর তারপরই এই নির্দেশ শুভেন্দু অধিকারী পেয়ে পাল্টা গ্রামে চলো ডাক ছাড়েন।