নেই নিজের বাড়ি-গাড়ি বা কোনও জমি, মাত্র ৩ কোটির মালিক নরেন্দ্র মোদি

ভারতের ‘সর্বময় কর্তা’র সম্পত্তির পরিমান কত? মঙ্গলবার মনোনয়ন পত্রের সঙ্গে সম্পত্তির খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানুন বিস্তারিত...

নেই নিজের বাড়ি-গাড়ি বা কোনও জমি,  মাত্র ৩ কোটির মালিক নরেন্দ্র মোদি
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লাখপতি নন তিনি। তাঁর নেই কোনও গাড়ি- বাড়ি। তাঁর নেই পরিবার, নেই কোনও পিছুটান দাবি নরেন্দ্র মোদির। তাহলে ভারতের ‘সর্বময় কর্তা’র সম্পত্তির পরিমান কত? মঙ্গলবার মনোনয়ন পত্রের সঙ্গে সম্পত্তির খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

মঙ্গলবার বারাণসীতে মহা আড়ম্বরে লোকসভা ভোটের মনোনয়নপত্র পেশ করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তারপরই তাঁর সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে এসেছে। মোদি যে তথ্য দিয়েছেন তাতে দেখা গেছে, তাঁর না আছে কোনও বাড়ি, না গাড়ি এমনকী কোনও জমিও নেই। বর্তমানে নরেন্দ্র মোদীর হাতে ৫২ হাজার টাকা নগদ রয়েছে। তবে তিনি লাখপতি নন, তিনি বিজেপির অধিকাংশ প্রার্থীর মতোই কোটিপতি। নরেন্দ্র মোদির হলফনামা অনুযায়ী, গাড়ি, বাড়ি এমনকী নিজের কোনও জমি না থাকলেও প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকার কিছু বেশি। 

আরও পড়ুন: https://tribetv.in/PM-Narendra-Modi-Files-Nomination-in-Varanasi-on-Lok-Sabha-Election-2024

হিসেব বলছে, মোদির হাতে নগদ রয়েছে ৫২ হাজার ৯২০ টাকা। গান্ধীনগর ও বারাণসীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর জমা রয়েছে ৮০ হাজার ৩০৪ টাকা। এর পাশাপাশি ২.৮৬ কোটি টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে জমা রয়েছে স্টেট ব্যাঙ্কে। এছাড়া অস্থাবর সম্পত্তির তালিকায় ৯.১২ লাখ টাকা একটি বিনিয়োগ রয়েছে তাঁর। এর পাশাপাশি ৪ টি সোনার আংটি রয়েছে প্রধানমন্ত্রীর। যার বাজার মূল্য ২.৬৮ লাখ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ সালে মোদীর উপার্জনও বেড়েছে প্রায় ১২ লক্ষ টাকা। তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই বলেও স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী (Prime Minister)