জলসায় সিলিন্ডার বিস্ফোরণ, শিশু সহ মৃত ৪

দক্ষিণ ২৪ পরগণায় ভয়াবহ দুর্ঘটনা। জয়নগরের রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে রবিবার রাতে বসেছিল একটি অনুষ্ঠানের আসর।

জলসায় সিলিন্ডার বিস্ফোরণ, শিশু সহ মৃত ৪

ট্রাইব টিভি ডিজিটাল: জয়নগরে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু ৪ জনের। বেশ কয়েকজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে জয়নগর ও বকুলতলা থানার পুলিশ। 

দক্ষিণ ২৪ পরগণায় ভয়াবহ দুর্ঘটনা। জয়নগরের রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে রবিবার রাতে বসেছিল একটি অনুষ্ঠানের আসর। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাস্তার ধারে হরেকরকম দোকানের পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। অনুষ্ঠান উপলক্ষে গ্যাস বেলুনের দোকান দিয়েছিলেন মুচিরাম হালদার। বেলুনে গ্যাস ভরার জন্য তাঁর দোকানে সিলিন্ডারও মজুত করা ছিল। রাত সাড়ে ন'টা নাগাদ সেই সিলিন্ডারেই ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এটাই বেশি ছিল যে ঘটনাস্থলে উপস্থিত এক শিশু সহ চারজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন কুতুব উদ্দিন মিস্ত্রি (৩৬), শাহিন মোল্লা (১৪), আবির গাজি (৮) ও গ্যাস বেলুন বিক্রেতা মুচিরাম হালদার (৩৫)। অনুষ্ঠানে আসা ১০ জন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। আইসি রাকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। বকুল থানার পুলিশও খবর পেয়ে সেখানে উপস্থিত হয়।

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ওই এলাকায় একটি জলসার আয়োজন করা হয়েছিল। সেই উৎসবকে কেন্দ্র করে সেখানে ব্যাপক জনসমাগম হয়েছিল। সেখানে নানা ধরনের দোকান নিয়ে বসেছিলেন বিক্রেতার। তখনই বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে অনুষ্ঠানস্থল। উপস্থিতি স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বিস্ফোরণস্থলে এখনও রক্তের দাগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সোমবার সকালে ওই গ্যাস বেলুনের দোকানের আশেপাশে চাপ চাপ রক্তের দাগ থাকতে দেখা গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল? এর পিছনে কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

 বারুইপুরের SDPO অতীশ বিশ্বাস এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিস্ফোরণে মৃতদের দেহ আজ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। সেখানে উপস্থিত স্থানীয় এক বাসিন্দা বিস্ফোরণের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ওই প্রত্যক্ষদর্শী বলেন, "সবাই জলসা যোগ দেওয়ার কারণেই সেখানে উপস্থিত হয়েছিলেন। হঠাৎ করে আমার বিকট শব্দ শুনতে পাই। তখনই ঘটনাস্থলে হুড়োহুড়ি পড়ে যায়। সবাই ছোটাছুটি করতে থাকে। তারপর আমরা জানতে পারি যে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা। এতগুলি তাজা প্রাণ ঝরে গেল।"