জয়ের আনন্দের মধ্যেও বাজছে বিদায়ের মূর্ছনা, টি-২০ থেকে অবসর বিরাট-রোহিতের

'এটাই আমারও শেষ ম্যাচ ছিল', বিশ্বজয়ের পরেই সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন রোহিত শর্মা।

জয়ের আনন্দের মধ্যেও বাজছে বিদায়ের মূর্ছনা, টি-২০ থেকে অবসর বিরাট-রোহিতের
file image

রিমিক মাঝি, কলকাতা: ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। জয়ী হয়েই টি-টোয়েন্টি থেকে বিদায় ঘোষণা বিরাট- রোহিতের। আর কোনও দিন দেশের হয়ে কুড়ি-কুড়ির ম্যাচে নামবেন না দুজনে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি (Virat Kohli)।

জয়ের আনন্দের মধ্যেও বাজছে বিদায়ের মূর্ছনা। বিরাট কোহলির পথে হেঁটে আন্তর্জাতিক টি-টোয়েন্টি টিকিট থেকে অবসরের কথা ঘোষণা করলেন ভারতকে সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলের দুই সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার তথা তারকা। একজন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup Final 2024) জয়ের পরে মাঠেই সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলেন তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। তিনি বিরাট কোহলি। ঠিক কয়েক মিনিটের ব্যবধান। বিরাটের পথে হেঁটেই বিশ্বজয়ের পরেই আন্তর্জাতিক ২০ ওভারের ফর্ম্যাটকে বিদায় জানালেন সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক রোহিত শর্মাও। 'এটাই আমারও শেষ ম্যাচ ছিল', বিশ্বজয়ের পরেই সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

আরও পড়ুন: https://tribetv.in/Due-to-hawkers-removals-works-at-Kolkata-new-market-areas-hawkers-and-business-man-creating-huge-chaos

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ম্যাচ, সর্বাধিক রান, যুগ্মভাবে সর্বাধিক শতরান, সর্বাধিক ৬ (২০৫টি) এবং দুবার বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত। ১৫৯ টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ১৫১ ইনিংসে রোহিতের রান ৪২৩১। গড় ৩২.০৫। সর্বোচ্চ রান ১২১ নট আউট। স্ট্রাইক রেট ১৪০.৮৯। নট আউট ১৯ বার। পাঁচটি সেঞ্চুরি এবং ৩২ টি হাফ সেঞ্চুরি দিয়ে তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ার সাজানো। নিয়েছেন ১টি উইকেটও।