'ভুয়ো' ডক্টরেট! হিরণের প্রার্থীপদ বাতিলের আবেদন আপের

কমিশনে ভুয়ো ডিগ্রি দেখানোর অভিযোগে হিরণের প্রার্থীপদ বাতিলের দাবি আম আদমি পার্টির। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের আপের। জানুন বিস্তারিত...

'ভুয়ো' ডক্টরেট! হিরণের প্রার্থীপদ বাতিলের আবেদন আপের
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো দাবি আপের। হিরণ্ময় চট্টোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বাংলার আম আদমি পার্টির মুখপাত্র অর্ণব মৈত্র (Arnab Maitra)। কমিশনে ভুয়ো ডিগ্রি দেখানোর অভিযোগে হিরণের প্রার্থীপদ বাতিলের দাবি আম আদমি পার্টির। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের আপের (AAP)। 

হিরণ তাঁর হলফনামায় উল্লেখ করেছেন যে, তিনি খড়গপুর আইআইটি (Khragpur ITI) থেকে গবেষণা করছেন। তবে আপের দাবি, সেই তথ্য ভুয়ো। ঘাটালের পদ্মপ্রার্থী আইআইটি থেকে কোনও গবেষণা করছেন না। তথ্য জানার অধিকার আইন (আরটিআই)-এর মাধ্যমে খড়গপুর আইআইটির তরফে এই তথ্য মিলেছে বলে দাবি করেছে আপ।
                        
আরও পড়ুন: https://tribetv.in/Election-Commission-orders-to-transfer-2-govt.-officers

শনিবার ঘাটালে ষষ্ঠ দফায় নির্বাচন (Lok Sabha Election 2024)। তার ৪৮ ঘণ্টা আগে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের আবেদন আম আদমি পার্টির। হিরণ তাঁর সোশ্যাল মিডিয়ায় খড়গপুর আইআইটি থেকে গবেষণা করছেন বলে উল্লেখ করেছেন। এছাড়াও নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনী হলফনামায়  উল্লেখ করেছেন সেই কথা।

এবার সেই ডিগ্রি ভুয়ো বলেই দাবি করল বাংলার আম আদমি পার্টির মুখপাত্র অর্ণব মৈত্র। আইআইটি খড়গপুর থেকে রিসার্চ ফেলো নন হিরণ চট্টোপাধ্যায়, দাবি আম আদমি পার্টির। হিরণের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুলে নির্বাচনে কমিশনে অভিযোগ দায়ের আপের। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) প্রার্থীপদ বাতিলের আবেদন আপের।