আরজি কর কাণ্ডের আঁচ এবার বিধানসভায়, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি শুভেন্দুর

আরজি কর হাসপাতাল সহ বুধবার রাজ্যজুড়ে সরকারি-বেসরকারি সব হাসপাতালেই OPD-ও বন্ধ রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের। এর মধ্যেই বিধানসভায় বিক্ষোভে বিজেপি বিধায়করা। জানুন বিস্তারিত...

আরজি কর কাণ্ডের আঁচ এবার বিধানসভায়, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি শুভেন্দুর
বিধানসভায় বিজেপির ধর্না

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে কর্মবিরতি। আরজি কর হাসপাতাল সহ বুধবার রাজ্যজুড়ে সরকারি-বেসরকারি সব হাসপাতালেই OPD-ও বন্ধ রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের। এর মধ্যেই বিধানসভায় বিক্ষোভে বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে সোচ্চার হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

আরজি কাণ্ডের আঁচ এবার রাজ্য বিধানসভায়। যেসময় রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড়, সেই সময় আর কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রীর উদ্যোগে আয়োজন করা হয়েছে কন্যাশ্রী অনুষ্ঠানের। যার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভায় সকাল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আন্দোলনে বসেছেন বিজেপি বিধায়করা। 

আরও পড়ুন: https://tribetv.in/CM-Mamata-Banerjee-wishes-on-Kanyashree-divas

বুধবার আন্দোলনরত অবস্থায় শুভেন্দু বলেন, “আমরা সবাই ব্যথিত। ডাক্তাররা যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন, আমরা ওনাদের সঙ্গে আছি।” গোটা ঘটনার দায় মুখ্যমন্ত্রীর কাঁধে চাপিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benrejee) পদত্যাগের দাবিতে বিধানসভায় প্ল্যাকার্ড হাতে বসেছেন ধরনায়। একই সঙ্গে এই সময় কন্যাশ্রী অনুষ্ঠান করা নিয়েও মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন শুভেন্দু।