Lok Sabha Election Result 2024: বঙ্গে পদ্মে 'কাঁটা'! বাংলায় ফিকে গেরুয়া ভোটের অঙ্ক, বিজেপির ভরাডুবি

অমিত শাহ-র লক্ষ্য মাত্রা ছিল ৩৫। তার ধারে কাছে যেতে পারল না রাজ্য বিজেপি। হারলেন একাধিক হেভিওয়েট। এবারের নির্বাচনের অন্যতম দায়িত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Lok Sabha Election Result 2024: বঙ্গে পদ্মে 'কাঁটা'! বাংলায় ফিকে গেরুয়া ভোটের অঙ্ক,  বিজেপির ভরাডুবি
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হুঙ্কারই সার! অমিত শাহ-র লক্ষ্য মাত্রা ধারে কাছে পৌঁছতে পারলেন না শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদাররা। বিরোধী দলনেতার গড় পূর্ব মেদিনীপুরেও যথেষ্ট লড়াই করে জিততে হল দুই বিজেপি প্রার্থীকে। হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে উঠে আসছে একাধিক বিষয়। প্রশ্ন উঠছে কেন্দ্রের টাকা আটকানোর বিষয় কি বুমেরাং হয়ে ফিরে এল বঙ্গ গেরুয়া শিবিরে। নাকি, লক্ষ্মীর ভাণ্ডারই ভোট বাক্স ভভরিয়ে দিল তৃণমূল কংগ্রেসের, চলছে চর্চা। 

অমিত শাহ-র লক্ষ্য মাত্রা ছিল ৩৫। তার ধারে কাছে যেতে পারল না রাজ্য বিজেপি। হারলেন একাধিক হেভিওয়েট। এবারের নির্বাচনের অন্যতম দায়িত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলের অন্দরেই তাঁর সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। প্রাথমিক ভাবে হারের কাঁটা ছেঁড়া করতে গিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। বিধানসভা ভোটের মতই লোকসভা নির্বাচনেও লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম ইস্যু হয়েছে তা বলাই বাহুল্য। যা তৃণমূলের ভোট বাক্স ভরাতে সাহায্য করেছে।

আরও পড়ুন: https://www.tribetv.in/Abhishek-Banerjee-Leading-in-Diamond-Harbour-On-7-Lakhs-over-Vote

রাজনৈতিক মহল আরও মনে করছে, তৃণমূলের তরফ থেকে করা কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু জন মানুষে প্রভাব ফেলেছে। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি নেতাদের বারবার বলা যে তাঁদের কথাতেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দেওয়া হয়েছে এটাও বিপরীতে গেছে বিজেপির। একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহারের তৃণমূলের অভিযোগও মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে মনে করা হচ্ছে। যে কারণে সন্দেশখালি, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ইস্যু প্রভাব সেভাবে পড়েনি। সেই সঙ্গে রাজনৈতিক মহলের কোনও কোনও অংশ এও মনে করছে বিজেপির তরফ থেকে যে তীব্র ধর্মীয় মেরুকরনের চেষ্টা চলেছে তার প্রভাব সংখ্যালঘুদের পাশাপাশি হিন্দু ভোটারদেরও প্রভাব ফেলেছে। তাই রামমন্দির সেভাবে দাগ কাটেনি নির্বাচনের ফলে।

আরও পড়ুন: https://www.tribetv.in/West-Bengal-Lok-Sabha-election-result-update-bjp-lost-huge-seat-in-bengal

এবারের ফলাফলে চোখ রাখলেই দেখা যায় বিজেপির একাধিক হেভিওয়েট হেরেছে ভোটে। হেরে গেছেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পল, এস এস আলুয়ালিয়ারা। এবারের নির্বাচনে যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আঙ্গুল উঠছে তাঁর দিকেও। একাধিক কেন্দ্রের প্রার্থী চয়ন নিয়েও প্রশ্ন উঠছে। এই ফলাফল সুকান্ত-শুভেন্দুদের দলে গ্রহণ যোগ্যতা অনেকটাই কমিয়ে দিতে পারে বলে দলের একাংশ মনে করছে বলে সূত্রের খবর। এখন দেখার এই পরিস্থিতি কীভাবে কমব্যাক্ট করে ২০২৬ এর নির্বাচনের জন্য দলকে তৈরি করতে পারেন তাঁরা।